সৌরভকেই যাবতীয় প্রশ্নের উত্তর দিতে হবে, দাবি গাভাসকরের

ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর বলছেন বোর্ড-বিরাট বিতর্ক নিয়ে আসল ব্যাখ্যাটা দিন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

সৌরভকেই যাবতীয় প্রশ্নের উত্তর দিতে হবে, দাবি গাভাসকরের
সৌরভকেই যাবতীয় প্রশ্নের উত্তর দিতে হবে, দাবি গাভাসকরের
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 3:59 PM

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরের আগে প্রেস কনফারেন্সে বিরাট কোহলির (Virat Kohli) বিস্ফোরক মন্তব্য তোলপাড় করে দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। বিরাটের সঙ্গে আলোচনা করে তাঁকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছিল? নাকি বোর্ড স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় ছিল ক্রিকেটমহল এবং বিরাটের অনুরাগীরা। এর আগে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, বোর্ড চায়নি টি-২০ নেতৃত্ব থেকে বিরাট নিজেকে সরিয়ে নিন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন বিরাট। যার ফলে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে তাঁকে সরানোর যুক্তি হিসেবে কাজ করেছে টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত। কিন্তু প্রোটিয়া সফরে যাওয়ার আগে ভিকে জানিয়ে দেন, ‘টেস্ট টিম বাছার দেড় ঘণ্টা আগে জানতে পেরেছিলাম, আমি ওয়ান ডে টিমের ক্যাপ্টেন নই।’ বিরাটের এই মন্তব্যের পর থেকেই সৌরভের বোর্ড রীতিমতো প্রশ্নের মুখে। এমন সময় ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর বলছেন বোর্ড-বিরাট বিতর্ক নিয়ে আসল ব্যাখ্যাটা দিন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

সানি এ বিষয়ে বলেন, “আমার মনে হয় (কোহলি যা বলেছে) এটার পরিপ্রেক্ষিতে বিসিসিআইকে নয় বরং প্রশ্ন করা উচিত এমন একজনকে যিনি কোহলিকে বার্তাটি দিয়েছিলেন বলে দাবি করেছেন। হ্যাঁ, তিনি বিসিসিআই সভাপতি (সৌরভ গঙ্গোপাধ্যায়) এবং যদি এ বিষয়ে কোনও অসঙ্গতি থেকে থাকে তবে ওর উচিত সামনে এসে যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া। ওই যোগ্য ব্যক্তি এ বিষয়ে সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়ার জন্য।”

গাভাসকর আরও জানান, তাঁর মনে হয়, সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফর্ম্যাটের ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ানোটা বেশ প্রভাব ফেলেছে বিরাটের ওয়ান ডে অধিনায়কত্ব থেকে সরানোয়। সানি বলেন, “যোগাযোগ ঠিক থাকলে কখনও জল্পনা তৈরি হয় না। তাই এখনও অবধি যা হয়েছে, নির্বাচক কমিটির চেয়ারম্যান যদি কেন কাকে বাছা হয়েছে, কেন কাকে বাছা হয়নি এ ব্যাপারে বার্তা দেন তা হলেই সব সহজ হয়ে যায়। কখনও কখনও একটা প্রেস রিলিজও যথেষ্ট। একটা সন্তোষজনক প্রেস রিলিজ অনেক কিছু সহজ করে দেয়।”

টি-টোয়েন্টি থেকে সরলেও টেস্ট এবং ওয়ান ডে-তে দলকে নেতৃত্ব দিতে তৈরি ছিলেন ভিকে। সে কথা তিনি টি-২০ ফর্ম্যাটের ক্যাপ্টেন্সি ছাড়ার সময়ই বলেছিলেন। এ ব্যাপারে ভারতের প্রাক্তন অধিনায়ক গাভাসকর বলেন, “আমরা সকলেই ওর বিজ্ঞপ্তিটা দেখেছিলাম। আমার মনে হয়েছে, যাদের হাতে ক্ষমতা রয়েছে তাদের এই বিষয়টা না ভালো লেগে থাকতেও পারে। যে বিরাট বলেছিল, ও টেস্ট এবং ওয়ান ডে-তে ক্যাপ্টেন্সি চালিয়ে যেতে চায়। এই লাইনটার থেকে ও বললে পারত যে, ও টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটে ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করার জন্য তৈরি।”