Indian Cricket: বিরাট ইস্যুতে কী বললেন সৌরভ?
কে ঠিক আর কে ভুল! সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে ভারতীয় ক্রিকেট। বিরাটের মন্তব্যের ২৪ ঘণ্টা পর সৌরভ জানান, 'অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। বোর্ড এর ব্যাখ্যা দেবে।' অতীতে ভারতীয় ক্রিকেটে দলের মধ্যে দ্বন্দ্ব দেখা গিয়েছে। গাভাসকর-কপিল, সচিন-আজহার, সৌরভ-গ্রেগ চ্যাপেল এ রকম অনেক অধ্যায়ের সাক্ষীই থেকেছে ভারতীয় ক্রিকেট।
কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) ইস্যুতে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কিন্তু আর কোনও বিতর্কে জড়ালেন না। বিরাটের মন্তব্যের যা ব্যাখ্যা দেওয়ার, তা বোর্ডই দেবে। মন্তব্য ভারতীয় ক্রিকেট বোর্ড প্রসিডেন্টের (BCCI President)।
গতকালই সাংবাদিক সম্মেলনে বিরাট (Virat Kohli) বিস্ফোরণে তোলপাড় হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team)। ভারতের টেস্ট অধিনায়ক সাংবাদিক সম্মেলনে সাফ জানান, ‘টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সময় আমাকে বোর্ড একবারও বারণ করেনি। বরং সেটাকে সাদরে গ্রহণ করেছিল।’ শুধু এখানেই থেমে থাকেননি বিরাট। তিনি আরও বলেন, ‘প্রোটিয়া সফরের টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে আমাকে নির্বাচকরা জানায় যে, একদিনের ক্রিকেটে আমি আর অধিনায়ক নই। আমি তার উত্তরে বলি ঠিক আছে।’
বিরাটের এই উত্তরেই সরগরম হয়ে যায় ভারতীয় ক্রিকেটমহল। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এর আগে বলেন, ‘বিরাটকে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে বারণ করেছিলাম।’ একদিনের ক্রিকেটে কোহলির ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার সময় তাঁর জবাব ছিল, ‘বিরাটকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়।’
কে ঠিক আর কে ভুল! সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে ভারতীয় ক্রিকেট। বিরাটের মন্তব্যের ২৪ ঘণ্টা পর সৌরভ জানান, ‘অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। বোর্ড এর ব্যাখ্যা দেবে।’ অতীতে ভারতীয় ক্রিকেটে দলের মধ্যে দ্বন্দ্ব দেখা গিয়েছে। গাভাসকর-কপিল, সচিন-আজহার, সৌরভ-গ্রেগ চ্যাপেল এ রকম অনেক অধ্যায়ের সাক্ষীই থেকেছে ভারতীয় ক্রিকেট। কিন্তু কখনও ভারতীয় ক্রিকেট বোর্ড বনাম ক্যাপ্টেন ইস্যুতে কখনও সরগরম হয়নি দেশের ক্রিকেট। আজ সকালেই দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছেন কোহলিরা। সেখানে ৩টে টেস্ট আর ৩টে একদিনের ম্যাচের সিরিজ খেলবে ভারত। তবে তার আগে দেশবাসীর নজর থাকবে বোর্ড বনাম বিরাট ইস্যুর জল কোনদিকে গড়ায়।
আরও পড়ুন: সৌরভকেই যাবতীয় প্রশ্নের উত্তর দিতে হবে, দাবি গাভাসকরের