India Tour of South Africa: রোহিতের বদলে কোন ৩ ক্রিকেটার দঃ আফ্রিকায় ওয়ান ডে সিরিজে নেতৃত্ব দিতে পারেন?

দঃ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে রোহিত যদি খেলতে না পারেন তাহলে ক্যাপ্টেন্সি সামলাবেন কে? এই নিয়ে চারিদিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

India Tour of South Africa: রোহিতের বদলে কোন ৩ ক্রিকেটার দঃ আফ্রিকায় ওয়ান ডে সিরিজে নেতৃত্ব দিতে পারেন?
India Tour of South Africa: রোহিতের বদলে কোন ৩ ক্রিকেটার দঃ আফ্রিকায় ওয়ান ডে সিরিজে নেতৃত্ব দিতে পারেন?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 6:06 PM

নয়াদিল্লি: হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) পর টি-২০ ফর্ম্যাটে ভারতের অধিনায়ক হয়েছেন রোহিত। সম্প্রতি ভারতের ওয়ান ডে টিমেরও ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে তাঁর নাম। পাশাপাশি রাবাডাদের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজে তাঁকে বিরাটের ডেপুটি করা হয়েছিল। কিন্তু হঠাৎই রোহিতের পুরনো চোট ফিরে আসায় বোর্ডের পরিকল্পনাতে বেশ ধাক্কা দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ফলে টেস্ট সিরিজের পর রোহিতকে ওয়ান ডে সিরিজে পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বিরাটের বদলে তাঁকে ওয়ান ডে দলের নেতা নির্বাচন করেছে বিসিসিআই (BCCI)। তাই দঃ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে রোহিত যদি খেলতে না পারেন তাহলে ক্যাপ্টেন্সি সামলাবেন কে? এই নিয়ে চারিদিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

রোহিতের অনুপস্থিতিতে ওয়ান ডে সিরিজে ভারতের নেতা হিসেবে ৩টে নাম উঠে আসছে। এক, কেএল রাহুল। দুই, শ্রেয়স আইয়ার এবং তিন, জসপ্রীত বুমরা।

১. কেএল রাহুল

রোহিতকে যখন ভারতের ওয়ান ডে টিমের ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে, অন্যদিকে কেএল রাহুলের (KL Rahul) কাঁধে তুলে দেওয়া হয়েছিল টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব। আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে ৩ বছর ক্যাপ্টেন্সি করেছেন লোকেশ রাহুল। আইপিএলে ২০২০ ও ২০২১ পরপর দুটো মরসুমে সর্বোচ্চ রান করেছেন তিনি। ফলে দক্ষিণ আফ্রিকায় মেন ইন ব্লুকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি যোগ্য ক্রিকেটারের একজন, বলছে বিশেষজ্ঞমহল।

২. শ্রেয়স আইয়ার

২০২১ সালে চোটের কারণে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রথমে বাদ পড়েন। পরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ক্যাপ্টেন্সিও হারান তিনি। তবে তিনি সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেকেই নিজেকে প্রমাণ করেছেন। সুযোগ পেলে তিনি যে জ্বলে উঠবেন সেকথাই বলছে ক্রিকেট বিশেষজ্ঞরা। ফলে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে বাছাই করা যেতেই পারে।

৩. জসপ্রীত বুমরা

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ক্যাপ্টেন হিসেবে জসপ্রীত বুমরাকেও (Jasprit Bumrah) বেছে নিতেই পারে বিসিসিআই। এমন ধারণা ক্রিকেটমহলের একাংশের। তাঁর খেলার ব্যাপারে সচেতনতা ও অভিজ্ঞতা তাঁকে রোহিতের অনুপস্থিতিতে ক্যাপ্টেনের ব্যাটন সামলানোর সুযোগ করে দিতে পারে। দক্ষিণ আফ্রিকার মাঠে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে বুমরার ঝুলিতে। ফলে আসন্ন প্রোটিয়া সফরের ওয়ান ডে সিরিজে নেতা হিসেবে বুমরাকেও দেখা যেতে পারে।

আরও পড়ুন: Indian Cricket: বিরাট ইস্যুতে কী বললেন সৌরভ?

আরও পড়ুন: সৌরভকেই যাবতীয় প্রশ্নের উত্তর দিতে হবে, দাবি গাভাসকরের