India Tour of South Africa: বিরাটকে কপিল, ‘বিতর্ক বাড়ানোর সময় নয়’
ক্যাপ্টেন্সি বিতর্কে বিরাট কোহলির (Virat Kohli) মুখ খোলা শুধু যে বোর্ডের সঙ্গে তাঁর মতানৈক্য প্রকাশ্যে এনে দিয়েছে তাই নয়, নতুন বিতর্ক তৈরি করেছে। বিরাট যা করেছেন, এটা সঠিক সময় ছিল না। এমনই বলে দিচ্ছেন ১৯৮৩ সালের ওয়ান ডে বিশ্বকাপজয়ী টিমের ক্যাপ্টেন কপিল দেব (Kapil Dev)।
নয়াদিল্লি: ক্যাপ্টেন্সি বিতর্কে বিরাট কোহলির (Virat Kohli) মুখ খোলা শুধু যে বোর্ডের সঙ্গে তাঁর মতানৈক্য প্রকাশ্যে এনে দিয়েছে তাই নয়, নতুন বিতর্ক তৈরি করেছে। বিরাট যা করেছেন, এটা সঠিক সময় ছিল না। এমনই বলে দিচ্ছেন ১৯৮৩ সালের ওয়ান ডে বিশ্বকাপজয়ী টিমের ক্যাপ্টেন কপিল দেব (Kapil Dev)।
প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, ‘দক্ষিণ আফ্রিকা সফর আসছে। এখন ওই সফরেই ফোকাস করতে হবে। কারও দিকে আঙুল তোলার এটা সঠিক সময় নয়। আমি তো বলব, বোর্ড প্রেসিডেন্ট যেমন, ভারতীয় টিমের ক্যাপ্টেনও তেমন বড় ব্যাপার। সৌরভ বা কোহলি কারওরই জনসমক্ষে একে অপরের বিরুদ্ধে বলাটা ঠিক নয়।’
কিছু দিন আগেই সৌরভ বলেছেন, বোর্ডের তরফে বিরাটকে টি-টোয়েন্টির (T20) ক্যাপ্টেন্সি ছাড়তে বারণ করা হয়েছিল। কিন্তু তিনি সেটা শোনেননি। পাল্টা বিরাট আবার বলেছেন, বোর্ডের তরফে তাঁকে কেউ টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সি ছাড়ার কথা বলেনি। এই দাবি, পাল্টা দাবিতেই অগ্নিগর্ভ পরিস্থিতি ভারতীয় ক্রিকেটের।
কপিল কিন্তু বিরাটের উদ্দেশে বলছেন, ‘বিরাটের উচিত এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। আমার তো মনে হয়, ওর এখন দেশের ব্যাপারে ভাবা উচিত। যা ভুল, তা এক সময় ঠিক প্রকাশ হয়ে পড়বে। কিন্তু যে কোনও বড় সফরের আগে কোনও বিতর্ক তৈরি করা ঠিক কাজ নয়।’
কপিল যাই বলুন না কেন, বিতর্ক কি আর কমে? বরং তা উত্তরোত্তর বেড়েই চলেছে। বিশেষ করে বিরাটের সমর্থনে দেশের অধিকাংশ ক্রিকেট ভক্ত সোশ্যাল মিডিয়ায় বক্তব্য পেশ করতে শুরু করেছেন। তবে, একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে (India Tour of South Africa) বিরাটকে দারুণ কিছু করে দেখাতে হবে। তা না হলেই কিন্তু পাল্টা চাপে পড়ে যেতে পারেন ভারতের টেস্ট টিমের ক্যাপ্টেন।