Ashes Series: শক্ত ভিতের উপর দাঁড়িয়ে অস্ট্রেলিয়া

শুরুতেই ওপেনার মার্কাস হ্যারিসকে ব্যক্তিগত ৩ রানে ফিরিয়ে ঝটকা দেন ব্রড। ওয়ার্নার-লাবুশানে জুটি ইনিংসের ভিত গড়ে তোলেন। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন ওয়ার্নার। কেরিয়ারের ২৫তম শতরান থেকে মাত্র ৫ রান দূরে থামেন তিনি। ব্যক্তিগত ৯৫ রানে বেন স্টোকসের বলে আউট হন ওয়ার্নার (David Warner)।

Ashes Series: শক্ত ভিতের উপর দাঁড়িয়ে অস্ট্রেলিয়া
বড় রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 6:40 PM

অস্ট্রেলিয়া: ২২১/২ (প্রথম দিনের শেষে)

অ্যাডিলেড: অ্যাসেজের (Ashes) দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই শক্ত ভিতের উপর দাঁড়িয়ে অস্ট্রেলিয়া (Australia)। ইতিমধ্যেই সিরিজে ১-০ এগিয়ে ক্যাঙ্গারুরা। ইংল্যান্ড (England) প্রবল ভাবে ফিরে আসার লড়াই চালাচ্ছে এই টেস্টে। দিন রাতের টেস্ট খেলতে নামার আগেই অজি শিবিরে ধাক্কা। করোনা সংক্রমিতের সংস্পর্শে আসায় অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে যান অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। সহ অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith) নেতৃত্ব দেন দলকে। সাড়ে ৩ বছর পর আবার অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে মাঠে নামলেন।

বল বিকৃতি কাণ্ডে জড়ানোয় নেতৃত্ব খোয়ানোর পাশাপাশি স্মিথকে এক বছর সাসপেন্ড করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপর দেশের জার্সিতে ফিরে এলেও এতদিন নেতৃত্বের স্বাদ আর পাননি স্মিথ। সাড়ে ৩ বছর পর আবারও সেই স্বাদ পেলেন তিনি। জেমস অ্যান্ডারসন (James Anderson) আর স্টুয়ার্ট ব্রডকে (Stuart Broad) একসঙ্গে খেলায় ইংল্যান্ড। দেশের হয়ে দেড়শোতম টেস্ট ব্রডের। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতেই ওপেনার মার্কাস হ্যারিসকে ব্যক্তিগত ৩ রানে ফিরিয়ে ঝটকা দেন ব্রড। ওয়ার্নার-লাবুশানে জুটি ইনিংসের ভিত গড়ে তোলেন। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন ওয়ার্নার। কেরিয়ারের ২৫তম শতরান থেকে মাত্র ৫ রান দূরে থামেন তিনি। ব্যক্তিগত ৯৫ রানে বেন স্টোকসের বলে আউট হন ওয়ার্নার (David Warner)।

প্রথম দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২২১ রান তোলে অস্ট্রেলিয়া। ৯৫ রানে ব্যাট করছেন মার্নাস লাবুশানে (Marnus Labuschagne)। ২১ রানের মাথায় লাবুশানের ক্যাচ ফস্কান জস বাটলার (Jos Buttler)। ৪৫ রানে ব্যাটিং করার সময় লাবুশানের ক্যাচ ফেলেন স্টোকস (Ben Stokes)। দু’বার প্রাণ ফিরে পান অজি মিডল অর্ডার ব্যাটার। অন্যদিকে ১৮ রানে ক্রিজে রয়েছেন অধিনায়ক স্টিভ স্মিথ।

সংক্ষিপ্ত স্কোর: প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ২২১/২ (লাবুশানে ৯৫ অপরাজিত, ওয়ার্নার ৯৫, ব্রড ১/৩৪)।

আরও পড়ুন: Finalissima: জুনেই লন্ডনে আর্জেন্টিনা-ইতালি দ্বৈরথ