Ashes Series: খুদে ভক্তকে গ্লাভস উপহার ওয়ার্নারের, ভাইরাল ভিডিও

David Warner: দীর্ঘদিন সেঞ্চুরির দেখা মেলেনি তাঁর ব্যাটে। দিন-রাতের টেস্টে সেঞ্চুরি মিস করা ওয়ার্নার ড্রেসিংরুমে ফেরার পথে এক খুদে ভক্তকে দিয়ে গেলেন তাঁর গ্লাভস জোড়া। যে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

Ashes Series: খুদে ভক্তকে গ্লাভস উপহার ওয়ার্নারের, ভাইরাল ভিডিও
Ashes Series: খুদে ভক্তদের গ্লাভস উপহার ওয়ার্নারের, ভাইরাল ভিডিও
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 7:29 PM

অ্যাডিলেড: কেরিয়ারে ১৫৯তম টেস্ট ইনিংসে প্রথম বার নব্বইয়ের ঘরে আউট হয়েছিলেন তিনি। পরের দুটো ইনিংসেও তাই। অ্যাসেজের (Ashes Series) শেষ দুটো টেস্ট ধরলে, ব্রিসবেনে করেছিলেন ৯৪। আর অ্যাডিলেড ওভালে ৯৫। আইপিএলের সময়কার ফর্ম পিছনে ফেলে আবার যে ছন্দের ফিরেছেন ডেভিড ওয়ার্নার (David Warner), তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু দীর্ঘদিন সেঞ্চুরির (Century) দেখা মেলেনি তাঁর ব্যাটে। দিন-রাতের টেস্টে সেঞ্চুরি মিস করা ওয়ার্নার ড্রেসিংরুমে ফেরার পথে এক খুদে ভক্তকে দিয়ে গেলেন তাঁর গ্লাভস জোড়া। যে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

অ্যাডিলেডে ব্যাট করা যে বেশ কঠিন ছিল, তা প্রথম অস্ট্রেলিয়ার ২২১-২ থেকেই পরিষ্কার। ওপেনারদের কাজটা আরও কঠিন ছিল। তার মধ্যে আবার মার্কাস হ্যারিস শুরুতেই ফিরে গিয়েছেন দেড়শোতম টেস্ট খেলতে নামার স্টুয়ার্ট ব্রডের বলে। অবিশ্বাস্য ক্যাচ নিয়েছিলেন কিপার জস বাটলার। ৪-১ থেকেই সতর্ক হয়ে গিয়েছিলেন ওয়ার্নার। বিশেষ করে ব্রিসবেন টেস্টে বেন স্টোকসের বাউন্সারে পাঁজরে চোট পেয়েছিলেন তিনি। নেট প্র্যাক্টিসেও খুব একটা স্বস্তিতে ছিলেন না। খেলতে পারবেন কিনা, তা নিয়েও কিছুটা সংশয় ছিল। কিন্তু দিন-রাতের টেস্টে নামা ওয়ার্নার কিন্তু অন্য রকম ব্যাটিং করলেন।

শুরুতে একটু স্লথ ব্যাটিং করলেও যত সময় গিয়েছে, ততই নিজেকে মেলে ধরেছেন ওয়ার্নার। শেষ পর্যন্ত ১৬৭ বলে ৯৫ করে স্টোকসের বলেই ব্রডের হাতে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছেন এজি ওপেনার। মেরেছেন ১১টা চার। অল্পের জন্য সেঞ্চুরি মিস করায় প্রচন্ড হতাশ হয়েছেন তিনি। শুধু তাই নয়, বিরক্তও দেখিয়েছিল তাঁকে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার যে নিজের গ্লাভসটা খুদে সমর্থককে গ্লাভসটা উপহার দিয়ে যাবেন, তা অবশ্য ভাবা যায়নি। সেই খুদে ভক্তও যেন প্রত্যাশা করেনি, এমন কিছু ঘটতে পারে। বেশ কিছুক্ষণ বিস্মিত মুখ নিয়ে ওয়ার্নারের গ্লাভস জোড়া বুকে জড়িয়ে বসেছিল গ্যালারিতে।

ওয়ার্নারের বিধ্বংসী ফর্ম কিন্তু আরও একবার আইপিএলের (IPL) নিলামে আকাশছোঁয়া দর তুলে দেবে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গত বছর ক্যাপ্টেন্সি খোয়ানোর পর টিম থেকেও বাদ পড়েছিলেন। সেই ওয়ার্নারই এখন সব টিমের টার্গেট।

আরও পড়ুন: Ashes Series: শক্ত ভিতের উপর দাঁড়িয়ে অস্ট্রেলিয়া

আরও পড়ুন: India Tour of South Africa: বিরাটকে কপিল, ‘বিতর্ক বাড়ানোর সময় নয়’