Finalissima: জুনেই লন্ডনে আর্জেন্টিনা-ইতালি দ্বৈরথ

উয়েফা প্রেসিডেন্ট বলেন, 'উয়েফা আর কনমেবলের মধ্যে সুসম্পর্ক অনেকদিনের। বিভিন্ন রকম টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দুই গভর্নিং বডির মধ্যে বোঝাপড়া চলছে। দীর্ঘদিন বাদে এই ট্রফির আত্মপ্রকাশের ফলে আমরা আবার গর্বিত। বিশ্বের বিভিন্ন ফুটবলপ্রেমীরা এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছে।'

Finalissima: জুনেই লন্ডনে আর্জেন্টিনা-ইতালি দ্বৈরথ
আর্জেন্টিনা বনাম ইতালি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 6:09 PM

জুরিখ: অবশেষে অপেক্ষার অবসান। সামনের বছর জুনেই মুখোমুখি হচ্ছেন মেসি-জর্জিনহোরা। যে মহাদ্বৈরথের কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। ২০২২-এর ১ জুন লন্ডনে মুখোমুখি হবে কোপা আমেরিকা (Copa America) চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina) আর ইউরো কাপ (Euro Cup) চ্যাম্পিয়ন ইতালি (Italy)। ওই ম্যাচের নাম দেওয়া হয়েছে ‘ফাইনালজিমা’ (Finalissima)।

গত সেপ্টেম্বরেই উয়েফা (UEFA) আর কনমেবল (Conmebol) এই ম্যাচের ব্যাপারে সবুজ সংকেত জানায়। এ বার সেই মেগা দ্বৈরথের দিনক্ষণ প্রকাশ করা হল। গত ১১ জুলাই ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয় ইতালি। অন্যদিকে এক দিন আগে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ১৯৯৩ সালের পর ফের আন্তর্জাতিক ট্রফি জেতে লা আলবিসেলেস্তে। ২৮ বছর বাদে দেশকে প্রথম ট্রফি এনে দেন লিওনেল মেসি (Lionel Messi)।

উয়েফা প্রেসিডেন্ট বলেন, ‘উয়েফা আর কনমেবলের মধ্যে সুসম্পর্ক অনেকদিনের। বিভিন্ন রকম টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দুই গভর্নিং বডির মধ্যে বোঝাপড়া চলছে। দীর্ঘদিন বাদে এই ট্রফির আত্মপ্রকাশের ফলে আমরা আবার গর্বিত। বিশ্বের বিভিন্ন ফুটবলপ্রেমীরা এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছে।’

আর্জেন্টিনা আর ইতালি এখনও পর্যন্ত ১৫ বার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে। শেষ চারটে সাক্ষাতেই আর্জেন্টিনার কাছে ইতালি। ২০১৮ সালে শেষ সাক্ষাতেও আর্জেন্টিনার কাছে ০-২ হারে আজুরিরা।

আরও পড়ুন: La Liga: সিভিসি ক্যাপিটালসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বার্সা-রিয়ালের