La Liga: সিভিসি ক্যাপিটালসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বার্সা-রিয়ালের

স্পেনের খবর অনুযায়ী, গত আগস্টে লা লিগায় সিভিসির ৩ কোটি বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে আস্থা ভোটে টপ দুটো ডিভিশনের ৪২টা অংশ নিয়েছিল। তাতে ৩৮টা ক্লাব সম্মতি দিয়েছিল। সিভিসির বিনিয়োগ করা অর্থ ৪২টা ক্লাবের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। টিভি সত্ত্ব থেকে শুরু করে মিডিয়ার মাধ্যমে যে অর্থ উপার্জন করবে ক্লাবগুলো, আগামী ৫০ বছর ধরে সেই অর্থ শোধ করা হবে। সোজা কথায়, লোন হিসেবে পাওয়া অর্থ ধীরে ধীরে শোধ করাটাই এই বিনিয়োগের মূল রূপরেখা। আর তাতে আপত্তি লা লিগার দুই সেরা ক্লাবের।

La Liga: সিভিসি ক্যাপিটালসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বার্সা-রিয়ালের
সিভিসি ক্যাপিটালসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বার্সা-রিয়ালের। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 4:34 PM

মাদ্রিদ: আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির ইস্যু এখনও মেটাতে পারেনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বোর্ড (BCCI)। আইপিএলের (IPL) নিলামে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি কেনে সিভিসি ক্যাপিটালস (CVC Capitals)। এরপরই সিভিসি ক্যাপিটালসের বিরুদ্ধে বেটিং সংস্থায় বিনিয়োগের অভিযোগ ওঠে। দেড় মাস পেরিয়ে গেলেও এখনও সমস্যা মেটাতে পারেনি সৌরভের বোর্ড। এরই মধ্যে সিভিসি ক্যাপিটালসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বার্সেলোনা (FC Barcelona), রিয়াল মাদ্রিদের (Real Madrid)।

ভারতীয় ক্রিকেটে আসার আগে লা-লিগায় (La Liga) লগ্নি করে সিভিসি ক্যাপিটালস। যদিও বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর অ্যাথলেটিক ক্লাব শুরু থেকেই অন্য ক্লাবগুলোর সঙ্গে হাতে হাত মেলায়নি। স্পেনের খবর অনুযায়ী, গত আগস্টে লা লিগায় সিভিসির ৩ কোটি বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে আস্থা ভোটে টপ দুটো ডিভিশনের ৪২টা অংশ নিয়েছিল। তাতে ৩৮টা ক্লাব সম্মতি দিয়েছিল। সিভিসির বিনিয়োগ করা অর্থ ৪২টা ক্লাবের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। টিভি সত্ত্ব থেকে শুরু করে মিডিয়ার মাধ্যমে যে অর্থ উপার্জন করবে ক্লাবগুলো, আগামী ৫০ বছর ধরে সেই অর্থ শোধ করা হবে। সোজা কথায়, লোন হিসেবে পাওয়া অর্থ ধীরে ধীরে শোধ করাটাই এই বিনিয়োগের মূল রূপরেখা। আর তাতে আপত্তি লা লিগার দুই সেরা ক্লাবের। তাই পাল্টা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে তারা। বার্সা-রিয়ালের বিনিয়োগ প্রস্তাবে অর্থের পরিমাণ কম হলেও বোঝাও অনেক কম। একই পদ্ধতিতে ক্লাবগুলো অর্থ শোধ করবে। তবে সময়সীমা কমে হবে ২৫ বছর। সুদের পরিমাণও ১০ শতাংশের পরিবর্তে কমে গিয়ে দাঁড়াবে ৩ শতাংশ। আর তাই অনেক লা লিগা ক্লাবই এই প্রস্তাবে আগ্রহ প্রকাশ করতে শুরু করেছে।

গত ১০ ডিসেম্বর সিভিসি ক্যাপিটালসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়। কেন রীতিমতো কোমর বেঁধে সিভিসি ক্যাপিটালসের বিরোধিতা করতে নেমেছে লা লিগার দুই বড় ক্লাব? প্রথমত, সিভিসির প্রস্তাতে সায় দেওয়া মানে দীর্ঘমেয়াদি দায়বদ্ধতায় চলে যাওয়া। আগামী ৫০ বছর ধরে মিডিয়া থেকে লাভের ১১ শতাংশ করে দিয়ে যেতে হবে সিভিসিকে। এতে ক্লাবগুলোর লাভের পরিমাণ কমবে যেমন, তেমনই চড়া সুদে অর্থ শোধ করতে হবে। যা একেবারেই মানতে পারছে না তারা। দ্বিতীয়ত, সিভিসির বিনিয়োগে লাভের থেকে লোকসানের পরিমাণই বেশি। সব মিলিয়ে বার্সা-রিয়াল জোটে অনেক ক্লাবই ধীরে ধীরে নাম লেখানোর কথা ভাবছে।

আরও পড়ুন: Indian Cricket: বিরাট ইস্যুতে কী বললেন সৌরভ?