কলকাতা: বাইশ গজে ভারত-পাকিস্তানের (India vs Pakistan) ধুন্ধুমার লড়াই দেখার অপেক্ষায় থাকে দুই দেশের ক্রিকেট প্রেমীরা। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। সেই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। মাঝে মাঝেই এ নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা হয়। কিন্তু সুরাহা এখনও মেলেনি। এরই মাঝে চলতি নভেম্বরেই ২২ গজে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। কোন টুর্নামেন্টে লড়াই হবে এই দুই দলের? জেনে নিন বিস্তারিত।
আসলে ২৯ নভেম্বর থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৯ পুরুষদের এশিয়া কাপ। আজ, শুক্রবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে ওই টুর্নামেন্টের সূচি ঘোষণা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে হবে এই টুর্নামেন্ট। ৫০ ওভারের ফর্ম্যাটে এ বার অনুষ্ঠিত হবে যুব এশিয়া কাপ। ২৯ নভেম্বর থেকে যা চলবে ৮ ডিসেম্বর অবধি। দুবাই ও শারজায় হবে টুর্নামেন্টের ম্যাচগুলি। মোট ৮টিমকে এখানে অ্যাকশনে দেখা যাবে। ২টো গ্রুপে বিভক্ত এই টিমগুলো। এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও জাপান। বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।
অনূর্ধ্ব-১৯ পুরুষদের এশিয়া কাপে ভারতের সফর শুরু হবে ৩০ নভেম্বর। প্রতিপক্ষ পাকিস্তান। দুবাইতে রয়েছে সেই ম্যাচ। ভারতের পরবর্তী ম্যাচ যথাক্রমে – জাপানের বিরুদ্ধে ২ ডিসেম্বর এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৪ ডিসেম্বর। উদয় সাহারানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া গত বারের এশিয়া কাপে সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরেছিল। আফগানদের বিরুদ্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ ২৯ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নামছে। অনূর্ধ্ব-১৯ পুরুষদের এশিয়া কাপের প্রথম সেমিফাইনাল ৬ ডিসেম্বর দুবাইতে। এবং দ্বিতীয় সেমিফাইনাল ৬ ডিসেম্বর শারজায়।
এক ঝলকে দেখে নিন টুর্নামেন্টের পুরো সূচি-
The generation next, is ready to battle it out at the #MensU19AsiaCup2024 starting November 29 🗓️. The action-packed tournament will be contested across Dubai and Sharjah with the finals being contested on December 8.🏆#ACC pic.twitter.com/lkaoPWSNFR
— AsianCricketCouncil (@ACCMedia1) November 8, 2024