আমাদের একঘরে করে দেবেন না, আর্জি আফগান ক্রিকেট বোর্ডের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 10, 2021 | 8:52 PM

আসলে তালিবান শাসন নিয়ে তীব্র আশঙ্কায় ভুগছে সারা বিশ্ব। আফগানিস্তান ক্রিকেটকে যে একঘরে করে দেওয়া হতে পারে, তা ভালো করেই জানেন। এমনকি, টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে আইসিসি (ICC) কোনও চরম সিদ্ধান্ত নিতে পারে, এমনও বলা হচ্ছে।

আমাদের একঘরে করে দেবেন না, আর্জি আফগান ক্রিকেট বোর্ডের
আমাদের একঘরে করে দেবেন না, আর্জি আফগান ক্রিকেট বোর্ডের (সৌজন্যে-টুইটার)

Follow Us

কাবুল: দয়া করে আফগানিস্তানকে (Afghanistan)  আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকে ব্রাত্য করে দেবেন না, আর্জি জানালেন আফগান ক্রিকেট বোর্ডের (Afghanistan Cricket Board) সিইও হামিদ সিনওয়ারি (Hamid Shinwari)। তালিবানি আগ্রাসনে মেয়েদের যাবতীয় অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এমনকি, ক্রিকেট খেলার ব্যাপারেও মেয়েদের উপর জারি করা হয়েছে ফতোয়া। যার জেরে আফগানিস্তানের বিরুদ্ধে এক টেস্ট সিরিজ (Test Series) বাতিল করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (Cricket Australia)।

হামিদ এক বিবৃতিতে বলেছেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং তীব্র হতাশারও। সত্যি বলতে কী, একেবারে অপ্রত্যাশিত ব্যাপার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই টেস্টটা আমাদের কাছে ইতিহাসের সামিল হতে পারত। কিন্তু সেটা সম্ভব হল না।’

আফগানিস্তানে তালিবানি (Taliban) ক্ষমতা প্রতিষ্ঠা হওয়ার পরই পুরো ছবিটা পাল্টে গিয়েছে সারা দেশের। ফুটবল, ক্রিকেট থেকে অন্যান্য খেলার অধিকারও মেয়েদের কাছ থেকে কেড়ে নেওয়ার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। যার জেরেই এমন সিদ্ধান্ত। হামিদের আর্জি, ‘অস্ট্রেলিয়া ও সারা ক্রিকেট বিশ্বের কাছে আমাদের আবেদন, দয়া করে দরজা বন্ধ করবেন না। একা করে দেবেন না আফগানিস্তানকে। আমাদের এড়িয়ে যাবেন না।’

হামিদের মতো অনেকেই অস্ট্রেলিয়ার কাছে আর্জি জানালেও তারা তাদের অবস্থান থেকে সরতে নারাজ। হামিদ যে কারণে বলছেন, ‘মিডিয়াতে মেয়েদের ক্রিকেট নিয়ে যা বলা হয়েছে, তা খোদ আফগানরাই বিশ্বাস করে না। ক্রিকেট অস্ট্রেলিয়াও তাই বিশ্বাস করে। কিন্তু এই পরিস্থিতিতে আর টেস্ট ম্যাচ আয়োজন করা যে সম্ভব নয়, সেটা খুব ভালো করেই জানি। তবু আমাদের আর্জ যেন রাখা হয়।’

আসলে তালিবান শাসন নিয়ে তীব্র আশঙ্কায় ভুগছে সারা বিশ্ব। আফগানিস্তান ক্রিকেটকে যে একঘরে করে দেওয়া হতে পারে, তা ভালো করেই জানেন। এমনকি, টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে আইসিসি (ICC) কোনও চরম সিদ্ধান্ত নিতে পারে, এমনও বলা হচ্ছে। তাই হামিদ বলছেন, ‘আইসিসি খুব ভালো করে আফগানিস্তানের পরিস্থিতি জানে। রাজনৈতিক ভারসাম্য সম্পর্কেও ওয়াকিবহাল। আফগান ক্রিকেটকে তুলে ধরার জন্য কয়েক দশক ধরে যে অক্লান্ত পরিশ্রম করা হচ্ছে, তাও জানে। আশা করি, আইসিসি এই প্রচেষ্টার পাশে দাঁড়াবে।’

আরও পড়ুন: বিশ্বকাপে আফগানদের বিরুদ্ধে নাও খেলতে পারে টিমগুলো, বলছেন পেইন

আরও পড়ুন: Afghanistan Cricket: মেয়েদের ক্রিকেটে তালিবান-থাবা, রশিদদের বিরুদ্ধে টেস্ট সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার

Next Article