বিশ্বকাপে আফগানদের বিরুদ্ধে নাও খেলতে পারে টিমগুলো, বলছেন পেইন
টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup) তালিবান (Taliban) প্রভাব পড়বে, এমনই মনে করছেন পেইন (Tim Paine)।
সিডনি: তালিবান (Taliban) শাসনের কোপে মেয়েদের ক্রিকেট তীব্র আশঙ্কায় পড়ে গিয়েছে। যার প্রতিবাদ জানিয়ে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (Cricket Australia)। এতেই শেষ নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup) রশিদ খানদের (Rashid Khan) বিরুদ্ধে না-ও খেলতে পারে দেশগুলো।
অস্ট্রেলিয়ার টেস্ট (Test) টিমের ক্যাপ্টেন টিম পেইন (Tim Paine) কিন্তু বোর্ডের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন। বলেছেন, ‘হয়তো আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ বাতিল করাটা ভালো দেখায়নি। কিন্তু এই মুহূর্তে ওটা আন্তর্জাতিক সমস্যা। আর সেই কারণেই যুক্তিযুক্ত কারণেই টেস্ট সিরিজ বাতিল করা হয়েছে।’
অস্ট্রেলিয়ার এক রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে অজি ক্যাপ্টেন আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘এই ঘটনার দুটো দিক আছে। আইসিসির দিক থেকে ভাবলে ওরা ক্রিকেট খেলিয়ে দেশ। আমাদের মতোই ওদেরও মেয়েদের ক্রিকেট টিম আছে। আর ওদের মেয়েদের টিমকে ক্রিকেট খেলতে দিতে চায় না তালিবান। খেলা বন্ধ করে দেওয়াটা কিন্তু আইসিসির উপর চাপ বাড়াবে। আর দ্বিতীয়ত, মেয়েদের মানবতা ক্ষুণ্ণ হচ্ছে। তাদের অধিকার খর্ব করা হচ্ছে। সেটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। যে দেশের সরকার এই রকম কোনও সিদ্ধান্ত নেয়, মেয়েদের অধিকার কেড়ে নেয়, তাদের সঙ্গে কেউই সম্পর্ক রাখতে চাইবে না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপেও তালিবান প্রভাব পড়বে, এমনই মনে করছেন পেইন। তাঁর সোজা কথা, ‘এই মুহূর্তে আমরা অস্ট্রেলিয়া সরকার, অস্ট্রেলিয়া ক্রিকেট ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। কিন্তু আইসিসির তরফে কোনও কিছু শুনিনি। এটা কিন্তু ঘটনা যে, মাসখানেক পর টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানও খেলবে। ওখানে কী ঘটবে, দেখার জন্য মুখিয়ে আছি। আফগানিস্তানকে কি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বের করে দেওয়া হবে?’
আফগানিস্তানকে নিয়ে আইসিসি (ICC) কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার অপেক্ষায় আছেন পেইন। ‘যদি কোনও দেশ ওদের বিরুদ্ধে খেলতে না চায়, যদি ওদের সরকার বিশ্বকাপে টিম পাঠাতে না চায়, তা হলে একটা টিম কী করে বিশ্বকাপ খেলবে? পরিস্থিতি কিন্তু খুব জটিল। কী ঘটবে, দেখার অপেক্ষায় আছি।’
আরও পড়ুন: AFGANISTHAN : আফগান ২২ গজে তালিবান তালা, চুপ কেন আইসিসি?