Kapil Dev: অবসর নেওয়ার ৩-৪ বছর পর কোচিংয়ে আসা উচিত: কপিল
কয়েকদিন আগেই অপর প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বলেছিলেন, 'মেন্টর ধোনি আর কোচ রবি শাস্ত্রীর মধ্যে কতটা মতের মিল হবে সেটা বিশ্বকাপে বোঝা যাবে। যদি ধোনি শাস্ত্রী কোহলির বোঝাপড়া ক্লিক করে হলে অবশ্যই ভারত সফল হবে।'
কলকাতা: যে কোন ক্রিকেটারের (Cricketer) অবসর নেওয়ার ৩-৪ বছর পর কোচিংয়ে (Coaching) নিয়ে আসা উচিত। বক্তার নাম কপিল দেব (Kapil Dev)। তবে তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক এও জানালেন, ‘মেন্টর মহেন্দ্র সিং ধোনি নিয়ে তিনি অবশ্যই উচ্ছ্বসিত। টি-২০ বিশ্বকাপ কে মাথায় রেখেই হয়তো এমন ভাবনা। হয়তো রবি শাস্ত্রী অসুস্থ। তাই ভবিষ্যতের পরিকল্পনাতেই বোর্ডের এমন উদ্যোগ।’
কয়েকদিন আগেই অপর প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বলেছিলেন, ‘মেন্টর ধোনি আর কোচ রবি শাস্ত্রীর মধ্যে কতটা মতের মিল হবে সেটা বিশ্বকাপে বোঝা যাবে। যদি ধোনি শাস্ত্রী কোহলির বোঝাপড়া ক্লিক করে হলে অবশ্যই ভারত সফল হবে।’ কপিল দেব অবশ্য সেই রাস্তায় হাঁটলেন না। তাঁর মতে, ভবিষ্যতকে সামনে রেখেই হয়তো সৌরভের বোর্ড এমন পরিকল্পনা সাজিয়েছে।
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ভারতীয় দল নির্বাচন নিয়েও তিনি আশাবাদী। কপিল বলেন, ‘কে আছে, কে নেই তা নিয়ে দুশ্চিন্তা করার কোনও কারণ নেই। নির্বাচকমণ্ডলী, অধিনায়ক এবং কোচ নিজেদের মধ্যে আলোচনা করেই এই দল গড়েছে। হয়তো অনেকে নেগেটিভ বার্তা দেবে, আমি পজিটিভ বার্তাই দিতে চাই। বিশ্বকাপে কোহলিদের জন্য পূর্ণ সমর্থন রইল।’
তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক টিম ইন্ডিয়ার (Team India) পেস অ্যাটাককেও দরাজ সার্টিফিকেট দিলেন। ইংল্যান্ডের মাটিতে বুমরা-শার্দূল-সামিরা আগুন ঝরিয়েছেন। যে আগুনে রুটরা পুরে ছাই হয়ে গেছে। বিশ্ব ক্রিকেটের আঙিনায় ভারতীয় পেস অ্যাটাক মুগ্ধ করেছে হরিয়ানা হ্যারিকেনকে।
কলকাতায় (Kolkata) বাইপাসের ধারে সোনা প্রস্তুতকারক একটি সংস্থার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কপিল দেব। সংস্থার ২৮ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধিত করা হয় তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ককে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও।
আরও পড়ুন: KAPIL DEV : এবার মোদী সরকারের কাছে আবেদন কপিলদেবের
আরও পড়ুন: কী ভাবে ভারতীয় টিমের মেন্টর হয়ে উঠলেন মাহি?