IPL 2021: দিল্লির হয়ে খেতাবের স্বপ্ন দেখছেন স্মিথ
আইপিএল (IPL) খেতাবের স্বপ্ন যদি সফল করতে হয়, তা হলে নতুন করে টিম গোছাতে হবে দিল্লিকে (Delhi Capitals)। এমনই মনে করছেন স্মিথ (Steve Smith)।
নয়াদিল্লি: লিগ টেবলের মগডালে থাকা দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এ বার আইপিএলে (IPL) চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে। ঋষভ পন্থের (Rishabh Pant) টিম আমিরশাহির (UAE) বাকি ম্যাচেও সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে। দিল্লির সাফল্য অনেকটাই নির্ভর করছে স্টিভ স্মিথের (Steve Smith) উপর। তিনি নিজেও আইপিএল জিততে চাইছেন।
স্মিথ বলছেন, ‘যেখানে আইপিএল থেমে গিয়েছিল, সেখান থেকেই আমাদের শুরু করতে হবে। প্রথম পর্বে কিন্তু আমরা দারুণ ক্রিকেট খেলেছিলাম। ফলও পেয়েছি। আমার মনে হয়, শুরুতে যে ভাবে মেলে ধরেছিলাম নিজেদের, তার থেকেও ভালো পারফর্ম করতে পারি। সেরাটা দেওয়ার জন্যই নামব আমরা।’
৩২ বছরের অস্ট্রেলিয়ান ক্রিকেটার নিজের লক্ষ্য পরিষ্কার করে দিয়েছেন। স্মিথের কথায়, ‘ফাইনালে ওঠার জন্য যে ভাবে খেলার দরকার, সেটাই করে দেখাতে হবে। সেই সঙ্গে ফাইনালেও আমাদের সেরাটা দিতে হবে। আইপিএল এমনই। আপনার কাছ থেকে সেরাটাই বের করে আনে।’
খেতাবের স্বপ্ন যদি সফল করতে হয়, তা হলে নতুন করে টিম গোছাতে হবে দিল্লিকে। এমনই মনে করছেন স্মিথ। ‘বেশ কিছু দিন হয়ে গেল, আমরা একসঙ্গে খেলিনি। পুরো টিমকেই আবার গোছাতে হবে। আমাদের টিমটা দারুণ। সেই সঙ্গে শ্রেয়স আয়ারের মতো ক্রিকেটার চোট সারিয়ে টিমে ফিরছে। ও কোয়ালিটি ক্রিকেটার। শ্রেয়সের ফিরে আসায় টিমের শক্তি আরও বেড়ে যাবে।’
করোনার (COVID-19) কারণে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। ১৮টা মাস কতটা কঠিন ছিল, খুব ভালো করেই জানেন স্মিথ। তাই বলতেও কুন্ঠা করছেন না, ‘গত আঠারোটা মাস আমরা খুব কঠিন সময় কাটিয়েছি। সবাই একসঙ্গে লড়াই করে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি।’ একই সঙ্গে তাঁর মত, ‘নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, আরও একবার আইপিএল খেলার জন্য ফিরে আসার সুযোগ পেয়েছি। আমার টিম দিল্লিও এই মুহূর্তে আইপিএলের লিগ টেবলের শীর্ষে আছে। আশা করি, বাকি ম্যাচগুলোতেও সেরাটা দিয়ে খেতাবের স্বপ্নপূরণ করতে পারব।’
আরও পড়ুন: IPL 2021: আইপিএলে ৩০ হাজার করোনা পরীক্ষা করবে বিসিসিআই
আরও পড়ুন: IPL 2021: সচিনকে কৃতিত্ব যশস্বীর