IPL 2021:IPL 2021: ইয়েলোব্রিগেডের তারকাদের দুবাই নিয়ে আসছে ধোনির সিএসকে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 11, 2021 | 8:06 AM

ম্যাঞ্চেস্টার (Manchester) ছেড়ে দুবাইতে (Dubai) পৌঁছে ছয় দিনের কোয়ারান্টিন পর্ব কাটাতে হবে ভারত-ইংল্যান্ড সিরিজে থাকা সিএসকের (CSK) ৫ ক্রিকেটারকে।

IPL 2021:IPL 2021: ইয়েলোব্রিগেডের তারকাদের দুবাই নিয়ে আসছে ধোনির সিএসকে
IPL 2021: ইয়েলোব্রিগেডের তারকাদের দুবাই নিয়ে আসছে ধোনির সিএসকে (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

Follow Us

দুবাই: ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ার পরই মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ঠিক করে ফেলেছে কীভাবে তাঁদের দলের ক্রিকেটারদের ম্যাঞ্চেস্টার থেকে দুবাইতে (Dubai) নিয়ে আসা হবে। আজ, শনিবারই ভারত-ইংল্যান্ড সিরিজ খেলার জন্য থাকা সিএসকের (CSK) ক্রিকেটারদের বানিজ্যিক বিমানে দুবাই নিয়ে আসবে ধোনির চেন্নাই।

ভারত (India) ও ইংল্যান্ড (England) দুই দল মিলিয়ে মোট ৫ জন ক্রিকেটার রয়েছেন আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের সদস্য। টিম ইন্ডিয়া থেকে রয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও শার্দূল ঠাকুর (Shardul Thakur)। জো রুটের দল থেকে রয়েছেন দুই ইংলিশ ক্রিকেটার মইন আলি (Moeen Ali) ও স্যাম কারান (Sam Curran)। ম্যাঞ্চেস্টার ছেড়ে দুবাইতে পৌঁছে ছয় দিনের কোয়ারান্টিন পর্ব কাটাতে হবে সিএসকের এই ৫ ক্রিকেটারকে।

সিএসকের সিইও কাশী বিশ্বনাথন বলেন, “এখন টেস্ট ম্যাচ বাতিল হয়ে গিয়েছে, আমরা তাই সিএসকে-র প্লেয়ারদের শনিবার দুবাইয়ে নিয়ে আসতে চাই। চার্টার্ড ফ্লাইট আর এখন সম্ভব নয়। আমরা তাই একটি বাণিজ্যিক বিমানে তাঁদের টিকিট করার চেষ্টা করছি। এখানে পৌঁছে ওদের প্রত্যেককে বাকি প্লেয়ারদের মতো ছ’দিন কোয়ারান্টিন কাটাতে হবে।”

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মরুশহরে দ্বিতীয় পর্বের আইপিএল। ওই দিনই রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। প্রসঙ্গত ১৩ অগস্ট দুবাই পাড়ি দিয়েছিল সিএসকের ক্রিকেটাররা। ছ’দিনের নিভৃতবাস পর্ব শেষ করে ২০ অগস্ট অনুশীলন শুরু করেন ধোনিরা। এই মুহূর্তে দুবাইয়ের টিম হোটেলে বায়ো বাবলে (Bio Bubble) রয়েছেন ধোনি-রায়নাসহ সিএসকের বাকি ক্রিকেটাররা।

আরও পড়ুন: IPL 2021: দিল্লির হয়ে খেতাবের স্বপ্ন দেখছেন স্মিথ

আরও পড়ুন: IPL 2021: আইপিএলে ৩০ হাজার করোনা পরীক্ষা করবে বিসিসিআই

আরও পড়ুন: IPL 2021: সচিনকে কৃতিত্ব যশস্বীর

Next Article