WPL 2023: ম্যাচ জেতানো ক্যামিও ইনিংস, সেরার পুরস্কার হাতে নিয়ে অবাক জেস
Jess Jonassen: আরসিবির বিরুদ্ধে ডব্লিউপিএলের ম্যাচে ১৫ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন দিল্লির জেস জোনাসন।
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভাগ্যের চাকা ঘোরার সুযোগ ছিল। মেগ ল্যানিংয়ের দলের বিরুদ্ধে ৪ পরিবর্তন করে ভালো পারফর্ম করছিল আরসিবি। স্মৃতির দল শেষ ওভার অবধি লড়াই চালিয়েও খালি হাতে মাঠ ছেড়েছে। দিল্লিকে উদ্ধার করে মারিজানে কাপ-জেস জোনাসন (Jess Jonassen) জুটি। আরসিবির বিরুদ্ধে ডব্লিউপিএলের (WPL) ম্যাচে ১৫ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জেস। ম্যাচের সেরাও হয়েছেন জেস জোনাসন। পেয়েছেন অধিনায়ক ল্যানিংয়ের থেকে দরাজ সার্টিফিকেটও। দলকে জিতিয়ে কী বললেন জেস? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
ম্যাচের সেরার পুরস্কার নিয়ে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার জেস জোনাসন বলেন, “দলের জয়ে অবদান রাখতে পেরে আমি সত্যিই ভীষণ খুশি হয়েছি। অস্ট্রেলিয়ান লাইন আপে ওপরের দিকে ওঠা খুব কঠিন। ঘরোয়া ক্রিকেটে আমি মিডল অর্ডারে খেলি। সেটাই আমাকে এখানে সাহায্য করেছে। আমি আশাবাদী ভবিষ্যতে এইরকম ইনিংস আরও খেলতে পারব। প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়াটা আমাকে কিছুটা অবাক করছে। অনেক প্লেয়ার এই পুরস্কারের যোগ্য।”
মারিজানে কাপ ও জেসের জুটি শেষবেলায় আরসিবির বিরুদ্ধে জ্বলে ওঠে। এই পার্টনারশিপ নিয়ে জেস বলেন, “আমি ওকে ওর সুইং চালিয়ে যেতে বলেছিলাম। অফস্পিনারের বিরুদ্ধে আমি কেমন খেলব তা নিয়ে আমার পরিষ্কার পরিকল্পনা ছিল।” ম্যাচের শেষে দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং প্রশংসায় ভরিয়েছেন মারিজানে কাপ-জেস জোনাসেন জুটিকে।
টানা ৫ ম্যাচে হেরে বিধ্বস্ত স্মৃতির দল। ম্যাচের শেষে তিনি বলেন, “আমাদের বোলাররা আজ দারুণ পারফর্ম করেছে। ওরা ম্যাচটাকে ২০ ওভার অবধি টেনে নিয়ে গিয়েছিল। আমরা অনেক উন্নতি করেছি। কিন্তু এখনও অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। এলিস পেরি ও রিচা ঘোষের পার্টনারশিপট আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। ওরা আমাদের লড়াকু একটা রানে পৌঁছে দিয়েছিল। শুরুটা ভালো হয়নি আমাদের। ব্যাট হাতে ছাপ রাখতে পারিনি আমিও। প্রথম ১৪ ওভার আমাদের বেশ চাপ হয়েছিল। এই পিচে আরও ১০-১৫ রান বেশি করলে আমাদের সাহায্য হত।”