ওয়ান ডে ক্যাপ্টেন্সি কাড়ার পর ঠিক করে টেস্টও ছাড়বে, বিরাটকে নিয়ে মন্তব্য ওয়াসনের
ব্যাটার বিরাটের সাফল্যে না থাকাটাই বেশি করে চাপ বাড়িয়ে দিয়েছিল, এমনই মনে হচ্ছে ওয়াসনের।
নয়াদিল্লি: চার মাসের মধ্যে সব ধরনের ফর্ম্যাটের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রায় সাত বছর পর দায়িত্বমুক্ত তিনি। ক্রিকেটার হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন বুধবার থেকে, পার্লে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৫১ রানের চমত্কার ইনিংস খেলেছেন। বাজে আউট না হলে সেঞ্চুরিও পেয়ে যেতেন। ক্যাপ্টেন বিরাটের কী হয়েছিল? অতুল ওয়াসনের (Atul Wassan) মতো প্রাক্তন পেসার বলছেন, ক্যাপ্টেন্সির শেষ দিকে তিনি রান পাননি, কিন্তু আঙুল তুলেছেন অন্যদের দিকে।
ওয়াসনের কথায়, ‘বিরাট ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ায় আমি বিন্দুমাত্র চমকাইনি। সেটা হয়েছিলাম এমএস ধোনির বেলায়। অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে ও ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিল। আমার মনে হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভরাডুবির পর থেকে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে গিয়েছিল।’
ব্যাটার বিরাটের সাফল্যে না থাকাটাই বেশি করে চাপ বাড়িয়ে দিয়েছিল, এমনই মনে হচ্ছে ওয়াসনের। তাঁর মন্তব্য, ‘বিরাট রানও পাচ্ছিল না ওই সময়। কিন্তু তখন ও টিমের অন্যান্যদের দিকে আঙুল তুলতে শুরু করেছিল। সমস্যাটা হল, শুরুর দিকে ক্যাপ্টেন হিসেবে ও উদাহরণ তৈরি করত। কিন্তু পরের দিকে ব্যাট হাতে ফর্মে না থাকায় চাপে পড়ে গিয়েছিল।’
২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করার ইচ্ছে ছিল বিরাটের। সেটা পূরণ না হতেই টেস্ট থেকেও সরে দাঁড়িয়েছেন, এমনই মনে হচ্ছে ওয়াসনের। বলছেন, ‘বিরাট সব ফর্ম্যাটের ক্যাপ্টেন ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ছেড়ে দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল ওর। কিন্তু তারপরই আবার বোর্ড অত্যন্ত খারাপ ভাবে ওয়ান ডে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার পর ও বুঝতে পারে আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপে ও আর ক্যাপ্টেন্সি করার সুযোগ পাবে না।
আরও পড়ুন: Virat Kohli: একদিনে সচিন-দ্রাবিড়-সৌরভের রেকর্ড ভেঙে দিলেন বিরাট