ICC Cricket World Cup: কস্তুরির বাঙালি রসনায় ডুব মেহেদিদের
Bangladesh Cricket Team: কলকাতা বরাবরই প্রিয় বাংলাদেশ ক্রিকেটারদের কাছে। এখানে এলেই টিম হোটেল ছেড়ে ফাঁকতালে ঘুরতে বেরিয়ে যান বাংলাদেশের ক্রিকেটাররা। মূলত নিউ মার্কেট চত্বর বিশেষ প্রিয় বাংলাদেশের কাছে। বুধবার রাতেই শহরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। আলিপুরের এক হোটেলে উঠেছেন হৃদয়, মুসফিকুররা।
কলকাতা: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) কলকাতা পর্ব শুরু হতে চলেছে। তার জন্য ইডেন জুড়ে সাজ সাজ রব। উৎসবের মরসুমে এ বার ক্রিকেট উৎসব নন্দনকাননে। পুরোদমে প্রস্তুত কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens)। শনিবার ইডেনে বিশ্বকাপের বোধন। মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস (Bangladesh vs Netherlands)। যদিও দর্শকদের পাখির চোখ অষ্টমীতে। অর্থাৎ ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। এখন থেকেই টিকিটের চাহিদা বাড়ছে। বাংলাদেশের প্রচুর সমর্থকও কলকাতায় চলে এসেছেন। শনিবারের ম্যাচের চেয়েও ৩১ অক্টোবরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বাড়ছে। ওডিআই বিশ্বকাপের আসরে যদিও ফর্মে নেই দুই দেশই। তবুও সমর্থকদের মধ্যে রয়েছে ম্যাচ দেখার হিড়িক। এরই মাঝে কলকাতাতে কস্তুরির বাঙালি রসনায় ডুব দিয়েছেন মেহেদি-তাসকিনরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আসলে কলকাতা বরাবরই প্রিয় বাংলাদেশ ক্রিকেটারদের কাছে। তাই এখানে এলেই টিম হোটেল ছেড়ে ফাঁকতালে ঘুরতে বেরিয়ে যান বাংলাদেশের ক্রিকেটাররা। মূলত নিউ মার্কেট চত্বর বিশেষ প্রিয় বাংলাদেশের কাছে। বুধবার রাতেই শহরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। আলিপুরের এক হোটেলে উঠেছেন হৃদয়, মুসফিকুররা। এরই মাঝে কস্তুরিতে গিয়ে বাঙালি খাবার চেখে এসেছেন মেহেদি হাসানরা।
এ ছাড়াও শহরের আনাচে কানাচে ঘুরতে যাচ্ছেন বাংলাদেশের সাপোর্ট স্টাফরা। ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডস ম্যাচের পর পাকিস্তান ম্যাচ। তা রয়েছে ৩১ অক্টোবর। তাই নেদারল্যান্ডস ম্যাচের পর মাঝে একদিন শহরের কোথাও কেনাকাটা করতে যাওয়ারও কথা বাংলাদেশের ক্রিকেটারদের। বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন থাকায় অনেকেই আসেননি। এই সবের মাঝেই শিবিরে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ডাচদের মোকাবিলা করার আগে যা তাতাচ্ছে টাইগার্সদের।
বিশ্বকাপের পয়েন্ট টেবলে নজর রাখলে দেখা যাবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ৫টি করে ম্যাচ খেলেছে। তাতে দুই দলের জয় ১টি করে ম্যাচে। এই পরিস্থিতিতে এটাই দেখার ২ পয়েন্ট ইডেনের ম্যাচ থেকে তুলে নেয় কোন দল।