AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs SA, 1st Test: বদলেছে পিচের চরিত্র! ইডেন টেস্টের একাদশ বাছাই নিয়ে বড় সিদ্ধান্ত ক্যাপ্টেন গিলের

India vs South Africa, Eden Test: কলকাতায় আসার শুরুর দিন থেকেই পিচ নিয়ে চিন্তার শেষ নেই গম্ভীর-শুভমনদের। এ বার ইডেনে শুক্রবার টেস্ট খেলতে নামার আগে প্রেস কনফারেন্সে এসে ক্যাপ্টেন শুভমন গিল একাদশ বাছাই নিয়ে জানিয়ে দিলেন বড় কথা।

IND vs SA, 1st Test: বদলেছে পিচের চরিত্র! ইডেন টেস্টের একাদশ বাছাই নিয়ে বড় সিদ্ধান্ত ক্যাপ্টেন গিলের
বদলেছে পিচের চরিত্র! ইডেন টেস্টের একাদশ বাছাই নিয়ে বড় সিদ্ধান্ত ক্যাপ্টেন গিলেরImage Credit: PTI
| Edited By: | Updated on: Nov 13, 2025 | 3:15 PM
Share

কলকাতা: অস্ট্রেলিয়া সফর সেরে কলকাতায় গৌতম গম্ভীরের দল পা রাখার পরই খোঁজ শুরু করেছিল ইডেনের পিচ নিয়ে। শুরু থেকেই ক্রিকেটের নন্দনকাননের পিচ নিয়ে ভারতীয় টিম ‘না-খুশ!’ ইডেন টেস্ট শুরুর আগে পিচ নিয়ে দ্বিধা দ্বন্দ্বে টিম ইন্ডিয়া (Team India)। কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের কাছে প্রথম থেকেই টার্নিং ট্র্যাক চেয়ে বসেন ভারতীয় দলের কোচ। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় শিবিরের দাবি, পিচের চরিত্র বদলে গিয়েছে। ম্যাচের দিন সকালেই পিচ দেখে দল নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। জানিয়ে দিয়েছেন ভারতের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)।

ইডেন টেস্টের আগে প্রেস কনফারেন্সে ভারত অধিনায়ক শুভমন গিল বলেন, “পিচের চরিত্র বদলে গিয়েছে। গতকাল একরকম দেখেছি। আজ একরকম দেখলাম। আগামিকাল এসে দেখব উইকেট কেমন থাকে। সেই বুঝে এগারো জনের দল ঠিক করব।”

ভারতীয় ক্রিকেটের প্রিন্স আরও যোগ করেন, “কলকাতায় আমার অনেক ভাল স্মৃতি রয়েছে। আইপিএলে কেকেআরে খেলার সময় থেকে সুখকর স্মৃতি। ঠিক যেরকম পঞ্জাবের পিএসসি স্টেডিয়ামের সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে। এখানে রঞ্জি খেলতেও এসেছিলাম বাংলার বিরুদ্ধে। প্রথম বার ইডেনে টেস্ট খেলতে নামব। দেশের হয়ে নেতৃত্ব দিতে চলেছি। তাই বলতেই হচ্ছে অবশ্যই মুখিয়ে আছি।”

একটা একটা টেস্ট সিরিজে ভাল ফল করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্ক সহজ করতে চায় টিম ইন্ডিয়া। সেই কথাই তাই ইডেন টেস্টের আগে গিলের মুখে। তিনি বলেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে হলে এই সিরিজটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠিন প্রতিপক্ষ। ওরা টেস্ট চ্যাম্পিয়ন হয়েছে। উপমহাদেশীয় উইকেটেও ভাল ক্রিকেট খেলেছে। পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেলে এসেছে। এশিয়াতে যাঁরা দুর্দান্ত পারফর্ম করেছে তাঁদের তো গুরুত্ব দিতেই হবে।”