IPL, LSG: মুসকুরাইয়ে হাম অব লখনউ মে হ্যায়… LSG-তে কোন দায়িত্বে এলেন জাহির খান?

Aug 28, 2024 | 4:16 PM

Zaheer Khan: গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছিল, লখনউয়ের বোলিং কোচ বা মেন্টর হিসেবে যোগ দিতে পারেন দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার জাহির খান। আইপিএল-২০২৫ (IPL 2025) এর মেগা নিলামের আগে সত্যিই লখনউতে যোগ দিলেন জাহির। পেলেন কোন দায়িত্ব?

IPL, LSG: মুসকুরাইয়ে হাম অব লখনউ মে হ্যায়... LSG-তে কোন দায়িত্বে এলেন জাহির খান?
মুসকুরাইয়ে হাম অব লখনউ মে হ্যায়... LSG-তে কোন দায়িত্বে এলেন জাহির খান?

Follow Us

কলকাতা: লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) বুধবার কোনও বড় ঘোষণা করতে পারে। এই আঁচ বেশ কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছিল। হলও তেমনটাই। বুধ-বিকেলে লখনউ সুপার জায়ান্টসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জাহির খানের (Zaheer Khan) নাম ঘোষণা করা হল। গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছিল, লখনউয়ের বোলিং কোচ বা মেন্টর হিসেবে যোগ দিতে পারেন দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার জাহির খান। আইপিএল-২০২৫ (IPL 2025) এর মেগা নিলামের আগে সত্যিই লখনউতে যোগ দিলেন জাহির। পেলেন কোন দায়িত্ব?

২০২২ সালে আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ লখনউ সুপার জায়ান্টসের। গত বছর ও ২০২২ সালে লখনউয়ের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। ২০২৪ এর আইপিএলের আগে গৌতম লখনউ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে সামলেছিলেন। এ বছর লখনউ শিবির মেন্টরহীন ছিল। এ বছর রয়েছে আইপিএলের মেগা মিলাম। তার আগে জাহির খানকে দলের মেন্টর হিসেবে টেনে নিল লখনউ সুপার জায়ান্টস।

এই খবরটিও পড়ুন

মুসকুরাইয়ে হাম অব লখনউ মে হ্যায়… হাসতে হাসতে এ কথাই বলেছেন জাহির খান। লখনউ সুপার জায়ান্টসের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, জাহিরকে লখনউ সুপার জায়ান্টসের নতুন মেন্টর হিসেবে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে।

২ বছর পর ফের আইপিএলের আঙিনায় ফিরলেন জাহির খান। ২০১৮-২০২২ জাহির আইপিএলের ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বে ছিলেন। এরপর তিনি দলের গ্লোবাল ডেভলপমেন্টের হেড-এর দায়িত্ব সামলেছিলেন। এ বার আগামী আইপিএলে লখনউয়ের ডাগআউটে তাঁকে দেখা যাবে। গৌতম গম্ভীর যেমন ২০২৪ এর আইপিএলের মিনি নিলামের আগে কেকেআরের টেবলে হাজির ছিলেন, তেমনই জাহিরকেও এ বার দেখা যাবে মেগা নিলামে লখনউয়ের টেবলে।

Next Article