কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এ বার টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ৯ জুন ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। দুই দেশের সমর্থকরা এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ২২ গজে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই সমর্থকদের মধ্যে উত্তেজনার চোরাস্রোত বয়ে যায়। এ বার ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh) ভারত-পাক দ্বৈরথ নিয়ে নিজের ভাবনা তুলে ধরলেন।
ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই দুই দেশের ক্রিকেটাররাও একটা উত্তেজনা অনুভব করেন। এখন আর কোনও ক্রিকেটার সেই অর্থে তা নিজ-মুখে স্বীকার করেন না। কিন্তু সকলের মনে একটা আলাদা উত্তেজনা কাজ করে। যুবির মতে ভারত ও পাকিস্তানের দর্শকদের মধ্যে একটা পার্থক্য রয়েছে এই ম্যাচ দুই দেশের সমর্থকরাই দেখবেন।
এ বারের টি-২০ বিশ্বকাপে আইসিসির অ্যাম্বাসাডর ভারতীয় প্রাক্তন তারকা যুবরাজ সিং। ভারত-পাকিস্তান ম্যাচে এই প্রথম বার গ্যালারিতে উপস্থিত থাকবেন যুবরাজ সিং। নিউ ইয়র্কে অকুলাস ট্রেড সেন্টারে ফ্যান পার্কের ওপেনিং অনুষ্ঠানে সংবাদ সংস্থা পিটিআইকে যুবরাজ ভারত-পাক ম্যাচ নিয়ে বলেন, ‘এটা আবেগের খেলা। আমরা জিতলে পাগল হয়ে যাব। আর আমরা হারলে পাগল হয়ে যাব। কিন্তু পার্থক্য এটাই যে আমরা জিতলে ওরা পাগল হয়ে যাবে। আর আমরা হারলেও ওরা পাগল হয়ে যাবে।’
যুবির মতে, যে টিমের ক্রিকেটাররা তাঁদের আবেগ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, ম্যাচের পরিস্থিতির ওপর ফোকাস করবে, তারাই ম্যাচ জিতবে। একইসঙ্গে যুবি মনে করছেন, পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ভালো পারফর্ম করতে পারবে। তিনি বলেন, ‘গত কয়েক বছরে আমরা পাকিস্তানের থেকে ভালো রেকর্ড গড়েছি তাই আমি আশাবাদী আমরা সেই ছন্দ ধরে রাখতে পারব।’