কলকাতা: রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়ার টেস্ট পরীক্ষা শুরু। চিপকে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুতে ব্যাটিং করতে হচ্ছে ভারতকে (Team India)। টস হেরেছেন ভারত অধিনায়ক। এরপর তিনি জানান, টস জিতলে ফিল্ডিং বেছে নিতেন। তাঁর এই সিদ্ধান্ত হজম হয়নি দেশের প্রাক্তন অলরাউন্ডার অজয় জাডেজার। চেন্নাইয়ে প্রথমে ব্যাটিং করে বড় রান তুলে নিতে চায় যে কোনও দল। সেখানে ভারত অধিনায়কের এমন মন্তব্য অবাক করেছে জাডেজাকে।
চিপকে টসের পর রোহিত জানান, তিনি টস জিতলে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতেন। প্রস্তুতি ভালোই হয়েছে টিম ইন্ডিয়ার। সামনে ১০টা টেস্টেই ভারতীয় দলের ফোকাস। যে ভাবে অনুশীলন করা দরকার এই টেস্ট মরসুমের জন্য, সেটা করেছে ভারত।
রোহিতের ওই বাংলাদেশকে টস জিতলে ব্যাটিংয়ে পাঠাতেন, মন্তব্যটি ভালো ভাবে নেননি অজয় জাডেজা। জিও সিনেমাতে জাডেজা বলেছেন, ‘টসের পর রোহিত যে সিদ্ধান্তের কথা বলেছে, তাতে আমি অবাকই হয়েছি। চেন্নাইয়ে প্রথমে ব্যাটিং করা সুবিধাজনক। শুধু তাই নয়, ভারতের যে কোনও জায়গায় টেস্ট ক্রিকেটে প্রথমে ব্যাটিং সুবিধাজনক। টস জেতো আর ব্যাটিং বাছো। কারণ চতুর্থ ইনিংসে ব্যাট করা সহজ হয় না। আমার মনে হয় বাংলাদেশের ক্যাপ্টেন ভেবেছে পাকিস্তানের মতো তাড়াতাড়ি উইকেট তুলে নেবে। তবে এও বলব, রোহিত যেটা বলেছে, হয়তো কথার কথা বলেছে।’
প্রথম ব্যাটিং করে টিম ইন্ডিয়া ৩০০-৩২০ রান যদি ভারত তুলে নিতে পারে, তা হলে চাপে পড়ে যাবে বাংলাদেশ। সারা দিন আজ ভারত ব্যাটিং করলে কাল প্রথম সেশনেই টাইগার্সরা খাবি খেতে পারেন। কারণ, সকাল সকাল নতুন বল পেয়ে যাবেন মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, আকাশ দীপরা। এমনটা হতেই পারে হাসান প্রথম দিনের প্রথম সেশনে ৩ উইকেট নিলেন, আর ভারতের বোলাররা হয়তো আগামিকাল প্রথম সেশনে ৫ উইকেট তুলে নিতে পারেন।
কোনও ক্যাপ্টেনই টসের পর বলেন না, যে তাঁদের ব্যাটিং করতে হবে বা বোলিং করতে হবে বলে সমস্যা হবে। চেন্নাইয়ে কখনও ইডেন বা ধরমশালার মতো পিচ বানানো যাবে না। কারণ সেখানে কোস্টাল এরিয়া। এখন পিচে ঘাস আছে ঠিকই। কিন্তু তিন নম্বর দিন থেকে বল সাঁই সাঁই করে ঘুরবে। এমনটাই আন্দাজ করা যায়। তখন সুবিধে পাবেন ভারতের বোলাররা। এ বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে যাবে ভারতীয় ক্রিকেট টিম। সেখানে ৫ দিন একই পিচ থাকতে পারে। চিপকের মতো তা হয়তো বদলে যাবে না। তাই এখন থেকে অজি সফরের জন্য টিম ইন্ডিয়াকে প্রস্তুতি নিতে হবে।