Akash Deep: ভিডিয়ো: আকাশ দীপের DRS কল সঠিক দেখে চোখ ছানাবড়া রোহিতের, লাভ হল ভারতের
IND vs BAN, 2nd Test: কানপুর টেস্টের প্রথম এক ঘণ্টার মধ্যে জোড়া উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে সাফল্য দেন বাংলার তারকা বোলার। আর প্রথম উইকেট নিয়ে আলোচনা শেষ না হওয়ার মধ্যেই দ্বিতীয় উইকেট নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন আকাশ। বাংলাদেশের দুই ওপেনারকে প্যাভিলিয়নে পাঠান তিনিই।
কলকাতা: কানপুরে শুক্রবার সকাল সকাল টাইগার্সদের বিরুদ্ধে দীপ জ্বালালেন আকাশ দীপ (Akash Deep)। দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে বাংলাদেশকে (Bangladesh) ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক। প্রথম এক ঘণ্টার মধ্যে জোড়া উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে (Team India) সাফল্য দেন বাংলার তারকা বোলার। আর প্রথম উইকেট নিয়ে আলোচনা শেষ না হওয়ার মধ্যেই দ্বিতীয় উইকেট নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন আকাশ। রোহিতকে খুব আত্মবিশ্বাসের সঙ্গে ডিআরএস নেওয়ার জন্য রাজি করান তিনি। তাতে সফলও হন। আর তারপর হিটম্যানের রিঅ্যাকশন ছিল দেখার মতো।
বাংলাদেশের দুই ওপেনারকে প্যাভিলিয়নে পাঠান তিনিই। দ্বিতীয় উইকেটটি নিয়ে বিশেষ করে বলতে হয়, কারণ কার্যত তিনি সেটি রোহিতের থেকে আদায় করে নিয়েছেন। শাদমান ইসলামকে এলবিডব্লিউ করেন আকাশ। আম্পায়ার আবেদনে সাড়া দেননি। এরপর আকাশ ক্যাপ্টেন রোহিতকে রিভিউ নেওয়ার জন্য ইঙ্গিত দেন। উইকেটকিপার ঋষভ পন্থ রিভিউ নেওয়ার জন্য খুব একটা আত্মবিশ্বাস দেখাতে পারেননি। তারপরও রোহিত নেন ডিআরএস। তা সফল হতেই রোহিতের চোখ হয় ছানাবড়া।
আম্পায়ার আকাশের আবেদনে সাড়া না দেওয়ার পর তিনি রোহিতকে বোঝাতে থাকেন। রোহিত এরপর তাড়াতাড়ি ভেবে রিভিউ নিয়ে নেন। কারণ তিনি জানতেন, কিছু না হলে আম্পায়ার্স কল হবে। রিভিউ থেকে যাবে। এরপর রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্পে লাগত। ওই সিদ্ধান্ত দেখে আনন্দে লাফিয়ে ওঠেন রোহিত। সতীর্থদের সামনে খুশিতে তাঁর চোখ ছানাবড়া হয়ে যায়। আর ৩৬ বলে ২৪ রানে আউট হন সাদমান।
😮 When the giant screen showed three Reds ⭕⭕⭕
Akash Deep gets his second courtesy of a successful DRS!
Live – https://t.co/JBVX2gyyPf#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/ZyGJfgBdjW
— BCCI (@BCCI) September 27, 2024
শাদমানের আগে ২৪ বল খেলে ০ রানে আউট হন জাকির। রাউন্ড দ্য উইকেট এসে জাকিরকে ফেরান আকাশ। তৃতীয় স্লিপে ক্যাচ নেন যশস্বী। অনেকটাই লো ক্যাচ ছিল। প্রাথমিকভাবে দেখে মনে হতেই পারে ক্যাচটি মাটি ঘেঁষেছে। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় তিনি সঠিক ভাবে ক্যাচটি নিয়েছিলেন।
Opening breakthrough in Kanpur! 🙌
Yashasvi Jaiswal with an excellent catch at slip and Akash Deep with the wicket 👌👌
Live – https://t.co/JBVX2gyyPf#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/9dtKt9f5mR
— BCCI (@BCCI) September 27, 2024
কানপুর টেস্টে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ যায় ২ উইকেটে ৭৪ রানে। ১৭ রানে অপরাজিত থাকেন মোমিনুল হক এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ২৮ রানে নট আউট থাকেন।