Shubman Gill: যোগ দিয়েছেন যশস্বী-সঞ্জু, চিন্তায় ক্যাপ্টেন! কী বলছেন শুভমন গিল?

Jul 07, 2024 | 11:31 PM

India tour of Zimbabwe: রিঙ্কু সিং ও খলিল ফাইনাল অবধি টিমের সঙ্গে থাকলেও দেশে ফেরেননি। সরাসরি জিম্বাবোয়েতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। বিশ্ব চ্যাম্পিয়ন দলের তিন সদস্য যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং শিবম দুবে দেশে ফিরেছিলেন। বেরিল ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজে আটকে পড়েছিল টিম।

Shubman Gill: যোগ দিয়েছেন যশস্বী-সঞ্জু, চিন্তায় ক্যাপ্টেন! কী বলছেন শুভমন গিল?
Image Credit source: ScreenGrab

Follow Us

সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘ ১৭ বছর পর। সব মিলিয়ে ১৩ বছর পর আইসিসি টুর্নামেন্ট জিতেছে ভারত। দেশে উৎসবের রেশ। এর মাঝেই জিম্বাবোয়ে সফরে তরুণ টিম ইন্ডিয়া। শুভমন গিলের নেতৃত্বে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। হার দিয়ে শুরু হলেও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছেন শুভমনরা। দ্বিতীয় ম্যাচে ১০০ রানে জিতেছে ভারত। সিরিজ এখন সমতায়। প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে ভালো পারফর্ম করেছেন অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিংরা। ক্যাপ্টেনের যেমন স্বস্তি, তেমনই কি অস্বস্তিও? বিশ্ব চ্যাম্পিয়ন স্কোয়াডের সদস্যরাও যোগ দিয়েছেন জিম্বাবোয়েতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্যান্ড বাইতে ছিলেন শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদরা। শুভমন অবশ্য ক্যারিবিয়ানে যাননি। আমেরিকায় প্রস্তুতি সেরে জিম্বাবোয়েতে পৌঁছে গিয়েছিলেন। রিঙ্কু সিং ও খলিল ফাইনাল অবধি টিমের সঙ্গে থাকলেও দেশে ফেরেননি। সরাসরি জিম্বাবোয়েতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। বিশ্ব চ্যাম্পিয়ন দলের তিন সদস্য যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং শিবম দুবে দেশে ফিরেছিলেন। বেরিল ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজে আটকে পড়েছিল টিম। ফলে জিম্বাবোয়েতে প্রথম দু-ম্যাচের স্কোয়াডে এই তিনজনের পরিবর্ত হিসেবে পাঠানো হয় জীতেশ শর্মা, সাই সুদর্শন, হর্ষিত রানাদের।

জিম্বাবোয়েতে স্কোয়াডে যোগ দিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের তিন সদস্যই। দলে ওপেনারই রয়েছেন পাঁচজন! শুভমন গিল, অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, সাই, সঞ্জু এবং যশস্বী। এর মধ্যে সাই পরবর্তী তিন ম্যাচে হিসেবের বাইরে। মূল চাপ যশস্বী ও অভিষেক শর্মার মধ্যে! তিন ফরম্যাটেই নিয়মিত ওপেনার যশস্বী। তবে অভিষেক শর্মা সেঞ্চুরি করার পর তাঁকে সরানোও কঠিন। ক্যাপ্টেন শুভমন গিল নিজের জায়গা ছেড়ে দেবেন! কোথায় ব্যাট করবেন তা হলে! সঞ্জু স্যামসন যে কোনও পজিশনেই খেলতে পারেন। এমন নানা প্রশ্নই ঘোরাফেরা করছে।

সিরিজে সমতা ফিরিয়ে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক শুভমন গিল বলছেন, ‘জয়ে ফিরতে পেরে ভালো লাগছে। পাওয়ার প্লে-তে ব্য়াট করা সহজ ছিল না। অভি এবং ঋতু দুর্দান্ত পার্টনারশিপ গড়েছে। গত কাল আমরা যেন চাপটা সামলাতে পারিনি। আমাদের দলটাও তরুণ। একদিক থেকে প্রথম ম্যাচে চাপে পড়ায় ভালোই হয়েছে আমরা বুঝতে পেরেছি, আমাদের জন্য় কী অপেক্ষা করছে। আশাকরি ব্যাটাররা এ ভাবেই বিধ্বংসী পারফর্ম করতে থাকবে।’

এরপরই সেই কঠিন প্রশ্নের সামনে পড়তে হয়। যশস্বী, সঞ্জুরা স্কোয়াডে যোগ দিয়েছেন। বিশেষ করে যশস্বীর কথায় জোর দেওয়া হয়। ক্যাপ্টেনের মাথাব্যথা কি বাড়ল? শুভমন হেসে উত্তর দেন, ‘কোনও বিকল্প না থাকার চেয়ে অনেক বিকল্প থাকাটাই আমি ভালো মনে করি।’

Next Article