Virat Kohli: বিরাট কোহলির পর টি-২০ ক্রিকেটে ভারতের ‘নবগ্রহ’ কারা?

Jul 10, 2024 | 11:57 AM

এখনও অবধি টি-২০ ফর্ম্যাটে ভারতের হয়ে মোট ১৪জন ক্রিকেটার নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর মোট ৯জন ক্রিকেটার ভারতীয় টিমের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন। ভারতের সেই 'নবগ্রহ' কারা?

Virat Kohli: বিরাট কোহলির পর টি-২০ ক্রিকেটে ভারতের নবগ্রহ কারা?
Virat Kohli: বিরাট কোহলির পর টি-২০ ক্রিকেটে ভারতের 'নবগ্রহ' কারা?

Follow Us

কলকাতা: সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। আইসিসি টিমের টি-২০ ব়্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। কুড়ি-বিশের ফর্ম্যাটে ভারত প্রথম ম্যাচ খেলেছিল ২০০৬ সালের ১ ডিসেম্বর। সেই সময় ভারতের ক্যাপ্টেন ছিলেন বীরেন্দ্র সেওয়াগ। এখনও অবধি টি-২০ ফর্ম্যাটে ভারতের হয়ে মোট ১৪জন ক্রিকেটার নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে বিরাট কোহলি (Virat Kohli) নেতৃত্ব ছাড়ার পর মোট ৯জন ক্রিকেটার ভারতীয় টিমের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন। ভারতের সেই ‘নবগ্রহ’ কারা?

২০২১ সালের টি-২০ বিশ্বকাপের পর বিরাট কোহলি কুড়ি বিশের ফর্ম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। ভারতের জার্সিতে বিরাট কোহলি ১২৫টি ম্যাচ খেলেছেন। তাতে তিনি ১১৭টি ইনিংসে করেছেন ৪১৮৮ রান। টি-২০ ফর্ম্যাটে বিরাটের সর্বাধিক রান ১২২*। এই ফর্ম্যাটে বিরাটের ব্যাটে এসেছে ১টি শতরান ও ৩৮টি অর্ধশতরান।

বিরাট কোহলি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ছাড়ার পর এই ফর্ম্যাটে যাঁরা হয়েছেন ভারতের ক্যাপ্টেন, রইল তালিকা—

  1. রোহিত শর্মা (বিরাট কোহলি টি-২০ ফর্ম্যাটে নেতৃত্ব ছাড়ার পর রোহিত শর্মা দায়িত্ব নেন)।
  2. ঋষভ পন্থ (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ ২০২২ সালে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ক্যাপ্টেনের দায়িত্ব সামলেছিলেন)।
  3. শিখর ধাওয়ান (২০২১ সালে ভারতের বি-টিমকে ৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন)।
  4. লোকেশ রাহুল (২০২২ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন)।
  5. হার্দিক পান্ডিয়া (২০২২ সাল থেকে ভারতীয় টিমের হয়ে নেতৃত্ব দেন হার্দিক। তিনি ১৬টি টি-২০ ম্যাচে ভারতীয় টিমের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন)।
  6. জসপ্রীত বুমরা (২০২৩ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ক্যাপ্টেন ছিলেন বুমরা)।
  7. সূর্যকুমার যাদব (২০২৩ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নেতৃত্বে ভারত ৭টি ম্যাচ খেলে ৫টিতে জিতেছিল)।
  8. ঋতুরাজ গায়কোয়াড় (২০২২ সালে হানঝাউ এশিয়ান গেমসে ভারতীয় টিমের ক্যাপ্টেন ছিলেন ঋতু)।
  9. শুভমন গিল (বর্তমানে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে নেতৃত্ব দিচ্ছেন)।

 

Next Article