Alzarri Joseph: ভিডিয়ো: নজিরবিহীন ঘটনা, ক্যাপ্টেনের উপর গোঁসা করে মাঠ ছাড়লেন জোসেফ

Watch Video: আলজারি জোসেফের এই আচরণ অনেকেই ভালো ভাবে নিচ্ছেন না। তিনি যখন রেগে গিয়ে মাঠ ছাড়ছিলেন, সেই সময় কোচ ড্যারেন সামি তাঁকে হাত দিয়ে ইশারা করে মাঠে থেকে যাওয়ার কথা জানান। কিন্তু কোচের কথা শোনেননি জোসেফ।

Alzarri Joseph: ভিডিয়ো: নজিরবিহীন ঘটনা, ক্যাপ্টেনের উপর গোঁসা করে মাঠ ছাড়লেন জোসেফ
Alzarri Joseph: ভিডিয়ো: নজিরবিহীন ঘটনা, ক্যাপ্টেনের উপর গোঁসা করে মাঠ ছাড়লেন জোসেফ
Follow Us:
| Updated on: Nov 07, 2024 | 3:21 PM

কলকাতা: মনোমালিন্য নতুন নয়। তাই বলে মাঠ ছেড়ে বেরিয়ে যাবেন ক্রিকেটার? এমন বিরল ঘটনাও দেখে ফেলল ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডের সঙ্গে ওয়ান ডে ম্যাচ চলছিল বার্বাডোজের কিংসটন ওভালে। সেখানেই ঘটল এমন অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনার জেরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের মুখ পুড়েছে। শুধু তাই নয়, ক্যারিবিয়ান ক্রিকেটে যে শৃঙ্খলা বলে কিছু নেই, তা আরও একবার প্রকাশ্যে এসেছে। আর তাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বেশ অস্বস্তিতে।

এই ঘটনার কেন্দ্রে দু’জন। ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন শেই হোপ ও আলজারি জোসেফ। ক্রিকেট মাঠে ক্যাপ্টেনই শেষ কথা। দলের মতামত যে নেন না, তা নয়। তবে টিম পরিচালনার দায়ভার থাকে অধিনায়কের উপরেই। টস থেকে শুরু করে বোলিং চেঞ্জ, ফিল্ডিং সাজানো সবই ক্যাপ্টেনের দায়িত্বে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই দায়িত্বই সামলাচ্ছিলেন হোপ। বোলার তখন আলজারি জোসেফ। তিনি যে ফিল্ডিং চেয়েছিলেন, তাতে সম্মত ছিলেন না ক্যারিবিয়ান পেস বোলার। প্রতিবাদও করেন। কিন্তু নিজের জায়গা থেকে নড়েননি হোপ। আর তাতেই চটে যান জোসেফ। তার মধ্যে বোলিংও করেছেন। ঘটনা হল ওই ওভারে একটা উইকেটও পান। নিজের ওভার শেষ করেই মাঠ ছেড়ে বেরিয়ে যান জোসেফ। আর ওই ম্যাচ খেলতে রাজি হননি। আশ্চর্যজনক ভাবে এক ওভার ১০ জনে ফিল্ডিং করে ওয়েস্ট ইন্ডিজ। এমন ঘটনাও ক্রিকেট মাঠে খুব বেশি চোখে পড়েনি। তড়িঘড়ি জোসেফের পরিবর্ত ক্রিকেটার নামাতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। সাবস্টিটিউট সাধারণত কেউ চোট পেলে নেওয়া হয়। ক্যাপ্টেনের উপর গোঁসা করে মাঠ ছেড়েছেন ক্রিকেটার, আর তাঁর পরিবর্ত নেমেছে, এমন ছবিও বিরল।

আলজারি জোসেফের এই আচরণ অনেকেই ভালো ভাবে নিচ্ছেন না। তিনি যখন রেগে গিয়ে মাঠ ছাড়ছিলেন, সেই সময় কোচ ড্যারেন সামি তাঁকে হাত দিয়ে ইশারা করে মাঠে থেকে যাওয়ার কথা জানান। কিন্তু কোচের কথা শোনেননি জোসেফ। ওই ঘটনার সময় ধারাভাষ্য দিচ্ছিলেন মার্ক বাউচার। তিনি বলেন, ‘মাঝে মাঝে মাঠে থাকাকালীন অধিনায়ক বা ক্রিকেটার হিসেবে যে কারও রাগ হতেই পারে। তবে আমার মনে হয় এই সব কাজ বন্ধ দরজার পিছনেই করা উচিত। অধিনায়ক যদি নির্দিষ্ট ফিল্ড সাজিয়ে তোমাকে বল করতে বলে, তোমাকে সেই পরিস্থিতিতে সেটাই করতে হবে।’

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ওই ওডিআই ম্যাচটি ৮ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এবং এই তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ক্যারিবিয়ানরা।