Asia Cup 2023 Final: বৃষ্টির চোখরাঙানিতে বদলে যেতে চলেছে এশিয়া কাপ ফাইনালের ভেনু

Asia Cup 2023: এ বারের এশিয়া কাপ যেন ভাসিয়েই দিল বৃষ্টি। এখনও সুপার ফোরের এখনও তিনটি ম্যাচ বাকি। তারপর হবে মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনাল। কলম্বোর আবহাওয়ার পূর্বাভাসের কথা মাথায় রেখে এ বার বদলে যেতে চলেছে ফাইনালের ভেনু। আগামী রবিবার, ১৭ সেপ্টেম্বর রয়েছে এশিয়া কাপের ফাইনাল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যা হওয়ার কথা ছিল কলম্বোতে।

Asia Cup 2023 Final: বৃষ্টির চোখরাঙানিতে বদলে যেতে চলেছে এশিয়া কাপ ফাইনালের ভেনু
বৃষ্টির চোখরাঙানিতে বদলে যেতে চলেছে এশিয়া কাপ ফাইনালের ভেনুImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 4:08 PM

নয়াদিল্লি: ‘রেইন রেইন গো অ্যাওয়ে, কাম এগেইন অ্যানাদার ডে’… ইংরেজি ভাষার এই জনপ্রিয় নার্সারি ছড়া কমবেশি সকলেরই জানা। এই ছড়া আওড়ানোর মতোই এখন অবস্থা হয়েছে ভারত ও পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের। বৃষ্টির কারণে এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গিয়েছিল। টিম ইন্ডিয়ার ইনিংস হয়েছিল। পাকিস্তানের ব্যাটিং হয়নি। সুপার ফোর পর্বে দুই দলের ম্যাচেও থাবা বসিয়েছে বৃষ্টি। এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রয়েছে। কিন্ত কলম্বোতে যা পরিস্থিতি, তাতে রিজার্ভ ডে-ও ভারত-পাক ম্যাচ সম্পূর্ণ করতে পারবে কিনা তা বলা কঠিন। তবে শুধু ভারত-পাক (India vs Pakistan) ম্যাচেই নয়, এ বারের এশিয়া কাপে একাধিক ম্যাচে বৃষ্টির প্রভাব পড়েছে। সূত্রের খবর, এ বার তাই টুর্নামেন্টের ফাইনালের ভেনুই বদলে যেতে চলেছে। তা হলে কোথায় হবে চলতি এশিয়া কাপের ফাইনাল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এ বারের এশিয়া কাপ যেন ভাসিয়েই দিল বৃষ্টি। এখনও সুপার ফোরের এখনও তিনটি ম্যাচ বাকি। তারপর হবে মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনাল। কলম্বোর আবহাওয়ার পূর্বাভাসের কথা মাথায় রেখে এ বার বদলে যেতে চলেছে ফাইনালের ভেনু। আগামী রবিবার, ১৭ সেপ্টেম্বর রয়েছে এশিয়া কাপের ফাইনাল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যা হওয়ার কথা ছিল কলম্বোতে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূত্রের খবর, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের জায়গায় এ বারের এশিয়া কাপের ফাইনাল হবে ক্যান্ডিতে। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কলম্বোতে প্রবল বৃষ্টির কারণে, ভারত-পাক সুপার ফোরের ম্যাচে বিরাট প্রভাব পড়েছে। ম্যাচ রিজার্ভ ডেতে গড়িয়েছে ঠিকই, কিন্তু তাতেও বৃষ্টি নজর দিয়েছে। এই পরিস্থিতিতে ওই ভেনুতে টুর্নামেন্টের ফাইনাল করার ঝুঁকি নিতে চাইছে না আয়োজকরা।

কলম্বোতে বৃষ্টির কারণেই সুপার ফোরে ভারত-পাক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হতে পারে

আইসিসির নিয়ম অনুযায়ী, একটি ওডিআই ম্যাচ হওয়ার জন্য দুই ইনিংসেই অন্তত ২০ ওভার হওয়া প্রয়োজন। আপাতত, কলম্বোয় আটকে থাকা ভারত-পাক ম্যাচে বাবর আজমরা ২০ ওভার না খেলার সুযোগ পেলে গ্রুপ পর্বে যেমন হয়েছিল, সেই মতো দুই দল এক পয়েন্ট করে ভাগাভাগি করে নেবে। আগামিকাল আবার সুপার ফোরে ভারত-শ্রীলঙ্কা ম্য়াচ। এই ম্যাচেও বৃষ্টির সম্ভবনা রয়েছে। একের পর এক ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলে ভারতের চাপ বাড়বে।