AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia cup 2025 IND vs UAE Live Streaming: এশিয়া কাপে কাল যাত্রা শুরু ভারতের, কখন-কোথায়-যেভাবে দেখবেন ম্যাচ

Asia cup 2025 India vs United Arab Emirates Live Streaming: শুরুটা ভালো করতে মরিয়া সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রতিটি টুর্নামেন্টেরই শুরুটা ভালো হওয়া প্রয়োজন। ছন্দ পেতে সুবিধা হয়। ভারতীয় দলের অনেকেই ম্যাচ প্র্যাক্টিসের মধ্যে নেই। ফলে আরব আমির শাহি কাগজে কলমে যাই হোক, মাঠে নেমে কাজটা সহজ হবে না।

Asia cup 2025 IND vs UAE Live Streaming: এশিয়া কাপে কাল যাত্রা শুরু ভারতের, কখন-কোথায়-যেভাবে দেখবেন ম্যাচ
এশিয়া কাপে কাল যাত্রা শুরু ভারতের, কখন-কোথায়-যেভাবে দেখবেন ম্যাচ
| Edited By: | Updated on: Sep 09, 2025 | 6:27 PM
Share

এশিয়া কাপ শুরু। টুর্নামেন্টের সফলতম দল ভারত অভিযান শুরু করবে কাল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের অভিযান শুরু আরব আমির শাহির বিরুদ্ধে। আট দলের টুর্নামেন্ট এ বার টি-টোয়েন্টি ফর্ম্যাটে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই প্রস্তুতি শুরু এই টুর্নামেন্ট দিয়ে। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তানও। আগামী রবিবার দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে শুরুটা ভালো করতে মরিয়া সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রতিটি টুর্নামেন্টেরই শুরুটা ভালো হওয়া প্রয়োজন। ছন্দ পেতে সুবিধা হয়। ভারতীয় দলের অনেকেই ম্যাচ প্র্যাক্টিসের মধ্যে নেই। ফলে আরব আমির শাহি কাগজে কলমে যাই হোক, মাঠে নেমে কাজটা সহজ হবে না।

দীর্ঘ দিন পর সংক্ষিপ্ত ফর্ম্যাটে খেলবে ভারতীয় দল। ক্রিকেট প্রেমীদের কাছেও তাই এশিয়া কাপের উন্মাদনা বেশি। সব কিছু ঠিক থাকলে বিশ্বকাপের আগে টি-টোয়েন্টিতে মোট ২০টা ম্যাচ পাবে ভারতীয় দল। প্রত্যেকটা ম্যাচই ভারতের কাছে সেরা কম্বিনেশন খুঁজে নেওয়ার সুযোগ। আরব আমির শাহি সদ্য একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছে। ফলে ম্যাচ প্র্যাক্টিসের দিক থেকে কিছুটা হলেও এগিয়ে তাদের প্লেয়াররা। এই ম্যাচ কখন কোথায় হবে এবং কী ভাবে দেখা যাবে, বিস্তারিত জেনে নিন।

এশিয়া কাপের ম্যাচগুলি সম্প্রচার করবে সোনি স্পোর্টস নেটওয়ার্কভারত বনাম আরব আমির শাহি ম্যাচটিও সম্প্রচার হবে সোনি স্পোর্টসেই। টেলিভিশনে সোনি স্পোর্টসের বিভিন্ন চ্য়ানেলে বিভিন্ন ভাষায় সম্প্রচার। তেমনই মোবাইল অ্যাপ্লিকেশন সোনি লিভেও দেখা যাবে ম্যাচ।

ভারতীয় সময় অনুযায়ী রাত আটটায় শুরু ম্যাচ। আরব আমির শাহিতে রাতের ম্যাচ সাধারণত সন্ধে ৬টা থেকে থেকে হয়ে থাকে। যদিও আরব আমির শাহির প্রচণ্ড গরম এবং ক্রিকেটারদের ক্লান্তির বিষয়টি মাথায় রেখেই আধঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচ। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায় ম্যাচ শুরু। টস হবে আধঘণ্টা আগে অর্থাৎ সন্ধে ৭.৩০ টায়।