Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AUS vs BAN & ENG vs PAK, ICC World Cup 2023 Highlights: শেষ উইকেটে বিনোদন রউফের ব্যাটে, ২৪৪ রানে অলআউট পাকিস্তান

| Edited By: | Updated on: Nov 11, 2023 | 11:24 PM

Australia vs Bangladesh and England vs Pakistan, ICC world Cup 2023 Live Score Updates: ওডিআই বিশ্বকাপে আজ শনিবার ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচটি হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। তাতে মুখোমুখি অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। তারপর ইডেনে ইংল্যান্ড-পাকিস্তান দ্বৈরথ। এই জোড়া ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য চোখ রাখুন TV9Bangla-র এই লাইভব্লগে।

AUS vs BAN & ENG vs PAK, ICC World Cup 2023 Highlights: শেষ উইকেটে বিনোদন রউফের ব্যাটে, ২৪৪ রানে অলআউট পাকিস্তান
আজ ওডিআই বিশ্বকাপে জোড়া ম্যাচ।Image Credit source: Graphics - TV9Bangla

তেইশের বিশ্বকাপের (ICC World Cup) লিগ পর্ব শেষ লগ্নে। আগামী কাল লিগের শেষ ম্যাচে ভারত বনাম নেদারল্যান্ডস। শনিবার ছিল ডাবল হেডার। চতুর্থ সেমিফাইনালিস্ট হিসেবে নিউজিল্যান্ড এক পা ফেলে রাখলেও জটিল অঙ্কে টিকে ছিল পাকিস্তান। আর কোনও অঙ্ক নেই। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে নিউজিল্যান্ড। পুনেতে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দেখা গিয়েছিল ম্যাক্সি ঝড়। বাংলাদেশের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস মিচেল মার্শের। হার দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ হল বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন এখনও নিশ্চিত নয়। দিনের দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয় ইংল্যান্ড ও পাকিস্তান। স্টোকস, রুটের অনবদ্য ইনিংস এবং বোলারদের দাপটে বড় জয় ইংল্যান্ডের। চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করল ইংল্যান্ড। এই জোড়া ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর লাইভব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 11 Nov 2023 11:00 PM (IST)

    ENG vs PAK: ইডেনে রকস্টার

    ক্রিকেটের নন্দনকাননে শনিবার মুখোমুখি হয় ইংল্যান্ড ও পাকিস্তান। ইডেনে ম্যাচ উপভোগ করলেন কিংবদন্তি গায়ক। বিস্তারিত পড়ুন: ইংল্যান্ডের সোনালি অধ্যায়ের শেষ দেখতে হাজির কিংবদন্তি মিক জ্যাগার

  • 11 Nov 2023 09:48 PM (IST)

    ENG vs PAK: ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’ই প্রাপ্তি

    টুর্নামেন্টের শেষ দিকে জ্বলে উঠল ইংল্যান্ড। ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। কেরিয়ারের শেষ ম্যাচে অনবদ্য উইলি। কোনওরকমে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন ইংল্যান্ডের। ইডেনে কেমন খেললেন স্টোকস-বাবররা! বিস্তারিত পড়ুন: বিদায়ী ম্যাচেও বিবর্ণ পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড

  • 11 Nov 2023 09:03 PM (IST)

    ENG vs PAK: উইলির সেঞ্চুরি

    কেরিয়ারের শেষ ওয়ান ডে ম্যাচ খেলছেন ডেভিড উইলি। সলমন আঘাকে ফিরিয়ে ওডিআইতে উইকেটের সেঞ্চুরি। অবসরের আগে দারুণ কৃতিত্ব।

  • 11 Nov 2023 08:44 PM (IST)

    ENG vs PAK: ব্যবধান কমানোর চেষ্টা

    সেমিফাইনালের সম্ভাবনা শুধু কাগজে কলমেই ছিল। মিরাকল প্রয়োজন ছিল। ইংল্যান্ড ৩৩৮ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তানকে। শেষ চারে যেতে ৪০ বলে এই রান তুলতে হত বাবরদের। সেই সম্ভাবনা আগেই শেষ। জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার চেষ্টাও কার্যত দেখা গেল না। ইংল্যান্ডের চাই আর ৩ উইকেট।

  • 11 Nov 2023 06:29 PM (IST)

    ENG vs PAK: শুরুতেই উইকেট

    বিশ্বকাপের মাঝেই অবসর ঘোষণা করেছিলেন ইংল্যান্ডের বাঁ হাতি পেসার ডেভিড উইলি। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলছেন। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট উইলির। শফিককে ফেরালেন তিনি। ক্রিজে পাক অধিনায়ক বাবর আজম।

  • 11 Nov 2023 06:08 PM (IST)

    ICC World Cup 2023: জয় পেল অস্ট্রেলিয়া

    টানা জয় দিয়ে লিগ পর্ব শেষ করল অজিরা। বাংলাদেশকে ৮ উইকেটে হারল প্যাট কামিন্সের দল।

  • 11 Nov 2023 05:57 PM (IST)

    ENG vs PAK Live Score: ইংল্যান্ডের ইনিংস শেষ

    পাকিস্তানকে ৩৩৮ রানের লক্ষ্য দিয়ে শেষ হল ইংল্যান্ডের ইনিংস।

  • 11 Nov 2023 05:33 PM (IST)

    ENG vs PAK Live Score: ফের উইকেট হারাল ইংল্যান্ড

    শাহিনের অনবদ্য ক্যাচ। ফিরলেন হ্যারি ব্রুক।

  • 11 Nov 2023 04:58 PM (IST)

    ENG vs PAK: স্টোকসকে ফেরালেন সেই আফ্রিদিই

    টানা দ্বিতীয় সেঞ্চুরি হল না। ফিরলেন বেন স্টোকস। ব্যক্তিগত ১০ রানে নিজের বোলিংয়ে তাঁর ক্যাচ ফেলেছিলেন শাহিন আফ্রিদি। সেই শাহিনই বোল্ড করলেন বেন স্টোকসকে। ৮৪ রানে আউট স্টোকস।

  • 11 Nov 2023 04:54 PM (IST)

    ENG vs PAK: জো রুটের হাফ সেঞ্চুরি

    হাফ সেঞ্চুরি করলেন জো রুট।

  • 11 Nov 2023 04:54 PM (IST)

    ICC ODI World Cup: বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি মার্শের

    ৮৭ বলে সেঞ্চুরি এল মার্শের ব্যাটে।

  • 11 Nov 2023 04:26 PM (IST)

    ENG vs PAK Live Score: হাফ সেঞ্চুরি স্টোকসের

    গত ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বেন স্টোকস। আজকের ম্যাচে নিজের বলে স্টোকসের ক্যাচ মিস করেন আফ্রিদি। সেই সময় মাত্র ১০ রানে ছিলেন স্টোকস। তাঁর ক্যাচ ফেলা যে কত বড় ভুল তা টেড় পাচ্ছে পাকিস্তান। ৫৩ বলে হাফ সেঞ্চুরি স্টোকসের।

  • 11 Nov 2023 03:26 PM (IST)

    ICC World Cup, ENG vs PAK: বেয়ারস্টো আউট

    জনি বেয়ারস্টোকে ফেরালেন হ্যারিস রউফ। ৬১ বলে ৫৯ রান করে মাঠ ছাড়লেন বেয়ারস্টো। ক্রিজে এলেন নতুন ব্যাটার বেন স্টোকস।

  • 11 Nov 2023 03:14 PM (IST)

    ICC World Cup, ENG vs PAK: বেয়ারস্টোর হাফসেঞ্চুরি

    ৫২ বলে অর্ধশতরান পূর্ণ করলেন জনি বেয়ারস্টো। ক্রিজে এখন তাঁর সঙ্গী জো রুট।

  • 11 Nov 2023 03:07 PM (IST)

    ENG vs PAK Live Score: উইকেট হারাল অজিরা

    মাত্র ১০ রান করে ফিরলেন ট্রাভিস হেড।

  • 11 Nov 2023 03:02 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফিরলেন মালান!

    ৩১ রান করে ফিরলেন ডেভিড মালান। তাঁকে ফেরালেন ইফতিকার আহমেদ।

  • 11 Nov 2023 02:54 PM (IST)

    ICC World Cup, ENG vs PAK: ইংল্যান্ডের পাওয়ার প্লে শেষ

    ইংল্যান্ডের পাওয়ার প্লে শেষ। জমাট ওপেনিং জুটি জনি বেয়ারস্টো ও ডেভিড মালানের। ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭২ রান তুলেছেন দুই ওপেনার।

  • 11 Nov 2023 02:48 PM (IST)

    ICC ODI World Cup 2023: অজিদের ইনিংস শুরু

    শুরু হল অস্ট্রেলিয়ার ইনিংস। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড জুটি।

  • 11 Nov 2023 02:16 PM (IST)

    ENG vs PAK Live Score: টাইগারদের ইনিংস শেষ

    অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের লক্ষ্য দিয়ে শেষ হল বাংলাদেশের ইনিংস।

  • 11 Nov 2023 02:05 PM (IST)

    ENG vs PAK Live Score: ইডেনে শুরু ইংল্য়ান্ডের ইনিংস

    ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে ডেভিড মালান ও জনি বেয়ারস্টো।

  • 11 Nov 2023 01:57 PM (IST)

    ICC ODI World Cup 2023: ভাঙল ‘হৃদয়’!

    শতরান হল না। ৭৪ রান করেই ফিরতে হল তৌহিদ হৃদয়কে।

  • 11 Nov 2023 01:39 PM (IST)

    ICC ODI World Cup 2023: জাম্পার সাফল্য!

    রহিমকে ফেরালেন অ্যাডাম জাম্পা। বিশ্বকাপের এক সংস্করনে ২২ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন অজি তারকা।

  • 11 Nov 2023 01:34 PM (IST)

    END vs PAk Live Score: টস আপডেট

    টস জিতে বাবরদের ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড।

  • 11 Nov 2023 01:11 PM (IST)

    ICC ODI World Cup 2023: আউট মাহমুদউল্লাহ

    চতুর্থ উইকেট হারাল টাইগাররা। ফিরলেন মাহমুদউল্লাহ।

  • 11 Nov 2023 12:56 PM (IST)

    ICC ODI World Cup 2023: ছন্দে টাইগাররা

    ৩৩ ওভারে ২০৩ রান এল টাইগারদের ঝুলিতে। উইকেট হারিয়েছে ৩ টি।

  • 11 Nov 2023 12:42 PM (IST)

    ICC ODI World Cup 2023: ইডেনে মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড, কী অপেক্ষা করছে বাবরদের জন্য়?

    বিস্তারিত পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন অঙ্ক মিলিয়ে মিরাকেলের অপেক্ষায় বাবররা

  • 11 Nov 2023 12:31 PM (IST)

    ICC ODI World Cup 2023: রান আউট শান্ত!

    তৃতীয় উইকেট হারাল বাংলাদেশে। রান আউট হলেন নাজমুল হোসেন শান্ত।

  • 11 Nov 2023 11:51 AM (IST)

    ICC ODI World Cup 2023: ফের উইকেট!

    দ্বিতীয় উইকেট হারাল টাইগাররা। ফিরলেন লিটন দাস। লিটনের সঞ্চয় ৩৬ রান।

  • 11 Nov 2023 11:29 AM (IST)

    ICC ODI World Cup 2023: ফিরলেন তানজিদ

    ফিরলেন ছন্দে থাকা তানজিদ। অভিষেকেই চমক অ্যাবটের। তানজিদকে ফেরালেন তিনি।

  • 11 Nov 2023 10:35 AM (IST)

    ICC ODI World Cup 2023: শুরু হল টাইগারদের ইনিংস

    টাইগারদের হয়ে ওপেনিংয়ে তানজিদ হাসান ও লিটন দাস।

  • 11 Nov 2023 10:04 AM (IST)

    ICC ODI World Cup 2023: টস আপডেট

    টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠালেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। অন্যদিকে ফিরেছেন স্মিথ।।

  • 11 Nov 2023 09:37 AM (IST)

    ICC ODI World Cup 2023: কেমন হবে আজ অজিদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই?

    বিস্তারিত পড়ুন: বিধ্বংসী অজিদের বিরুদ্ধে ছন্নছাড়া বাংলাদেশের নজরে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’

Published On - Nov 11,2023 9:30 AM

Follow Us: