লখনউ: সপ্তাহের প্রথম দিন একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এ বারের বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো হয়নি পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। টানা দুই ম্যাচে হারে অজিরা। আজ অবশ্য হাসি ফুটল কামিন্সদের মুখে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে এই ম্যাচ জিতে পয়েন্টের খাতা খুলল অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০৯ রানে অলআউট হয়েছিল লঙ্কানরা। ২১০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮৮ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নেয় অজিরা। ভারতের মাটিতে দলের স্পিনার সফল না হলে সাফল্য ধরা দেবে না। বিশ্বকাপে জোড়া ম্যাচ হেরে চাপে ছিল অস্ট্রেলিয়া। পারফরম্যান্সে হতাশ করছিলেন অজি টিমের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা। শ্রীলঙ্কার বিরুদ্ধে অজি লেগ স্পিনার জাম্পা নিলেন ৪ উইকেট। জিতল অস্ট্রেলিয়াও। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন অ্যাডাম জাম্পা। পয়েন্ট টেবলের ১০ নম্বর থেকে আটে উঠে এসেছে অস্ট্রেলিয়া। এই ম্য়াচের হাইলাইটস রইল TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
অবশেষে লখনউয়ে হাসি ফুটল প্যাট কামিন্সদের মুখে। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বেশ চাপে ছিল অজিরা। অবশেষে ঘুরে দাঁড়ালেন মিচেল মার্শরা। টস জিতে প্রথমে ব্যাট করে ২০৯ রানেই অলআউট শ্রীলঙ্কা। ৮৮ বল বাকি থাকতেই ৬ মেরে ম্যাচ ফিনিশ স্টইনিসের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে জয় অস্ট্রেলিয়ার।
পড়ুন ম্যাচ রিপোর্ট বিস্তারিত – হারের হ্যাটট্রিক শ্রীলঙ্কার, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল অজিরা
ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করলেন মার্কাস স্টইনিস। জোড়া হারের ধাক্কা সামলে অবশেষে জয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া। অন্যদিকে হারের হ্যাটট্রিক শ্রীলঙ্কার।
দুনিথ ওয়াল্লালাগে ফেরালেন জশ ইংলিশকে। ৫৮ রান করে মাঠ ছাড়লেন ছন্দে থাকা জশ ইংলিশ। পঞ্চম উইকেট হারাল অজিরা। অপরাজিত থেকে মাঠ ছাড়তে পারতেন ইংলিশ। ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল। নতুন ব্যাটার মার্কাস স্টইনিস।
৬০ বলে ৪০ রান করে মাঠ ছাড়লেন মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন। এই সাফল্য এনে দিলেন দিলশান মধুশঙ্কা।
৪৬ বলে অর্ধশতরান পূর্ণ করলেন জশ ইংলিশ। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন মার্নাস লাবুশেন।
৬০ বলে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন জশ ইংলিশ ও মার্নাস লাবুশেন। ২৪.৩ ওভারে লাহিরু কুমারার বলে বাউন্ডারি ইংলিশের। তাতেই জস-লাবুশেনের ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ।
মিচেল মার্শ রান আউট। বড় উইকেট হারাল অজিরা। মার্শ সেট হয়ে গিয়েছিলেন। দিমুথ করুণারত্নের দারুণ থ্রো। ৫২ রান করে প্যাভিলিয়নে ফিরতে হল।
৩৯ বলে অর্ধশতরান পূর্ণ করলেন অজি ওপেনার মিচেল মার্শ। এই ইনিংসের মধ্যে আপাতত মিচেল মার্শের ব্যাটে এসেছে ৯টি চার।
মাঠে নেমেই ফিরতে হল স্টিভ স্মিথকে। রানের খাতাই খোলা হল না তাঁর।
মাত্র ১১ রান করেই ফিরলেন ডেভিড ওয়ার্নার।
অজিদের ইনিংস শুরু। ওপেনিং-এ ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।
২০৯ রানে অল আউট শ্রীলঙ্কা। জিততে হলে অজিদের চাই ২১০ রান।
৯ উইকেটল হারাল শ্রীলঙ্কা। কুমারাকে ফেরালেন মিচেল স্টার্ক।
মাঠে নেমেই ফিরতে হল মহেশকে। রানের খাতাই খুুলতে পারেননি তিনি। মহেশকে ফেরালেন জাম্পা। এই নিয়ে ৪ লঙ্কানদের ৪ উইকেট একাই নিলেন তিনি।
আশা ছিল হাল ধরবেন কিন্তু হল না। মাত্র ২ রান করেই ফিরলেন করুণারত্নে।
একের পর এক উইকেট। এ বার ফিরলেন ওয়ালালাগে। মাত্র ২ রান করেই আউট হলেন তিনি।
ফিরলেন ধনঞ্জয়। মাত্র ৭ রান করেই প্য়াভেলিয়নে ফিরতে হল তাঁকে।
বৃষ্টির কারণে স্থগিত ম্যাচ। এখনও পর্যন্ত স্কোর ১৭৮/৪।
৮ রান করে আউট হলেন সাদিরা সমরবিক্রমা। চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা। অ্যাডাম জাম্পা অজিদের এনে দিলেন সাফল্য।
৭৮ রান করে ফিরতে হল কুশল পেরেরাকে। কুশকে ফেরালেন প্য়াট কামিন্স।
ছন্দে ছিলেন। কিন্তু ৬১ রান করেই ফিরতে হল পাথুম নিশঙ্কাকে।
৫৮ বলে ৫০ রান এল পাথুম নিশাঙ্কারহ ব্যাটে।
শতরান এল শ্রীলঙ্কার ঘরে। সেই সঙ্গেই হাফ সেঞ্চুরি করলেন কুশল পেরেরা।
জমাট বাঁধছে পেরেরা-নিশাঙ্কা জুটি। ১৩ ওভার শেষে শ্রীলঙ্কার ঝুলিতে ৭৮ রান।
শুরু হল লঙ্কানদের ইনিংস।ক্রিজে কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা। আক্রমণে মিচেল স্টার্ক।
টস জিতে অজিদের বল করতে পাঠালেন কুশল মেন্ডিস। অধিনায়ক দাসুন শানাকার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন কুশল।
বিস্তারিত পড়ুন: খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা