Aaron Finch: আয়ার্ল্যান্ড ম্যাচে অঘটন! অ্যারন ফিঞ্চের ক্রিকেট কেরিয়ারে পড়তে পারে ‘ফুলস্টপ’

Finch: ফিঞ্চের চোট অস্ট্রেলিয়া দল থেকে শুধু তাঁকে ছিটকে দেবে এমনটা নয় বরং তাঁর ক্রিকেট কেরিয়ারে দাঁড়ি টানতে পারে। গত মাসেই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ফিঞ্চ।

Aaron Finch: আয়ার্ল্যান্ড ম্যাচে অঘটন! অ্যারন ফিঞ্চের ক্রিকেট কেরিয়ারে পড়তে পারে 'ফুলস্টপ'
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2022 | 3:41 PM

ব্রিসবেন: অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের (Aaron Finch) ক্রিকেটর কেরিয়ার এই মুহূর্তে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সোমবার রাতে টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) আয়ার্ল্যান্ডের (Ireland) বিরুদ্ধে ব্রিসবেনে (Brisbane) খেলতে নেমেছিল অজিরা। ৪২ রানে জিতলেও অধিনায়ক অ্যারন ফিঞ্চ ওই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন, যা নিয়ে ইতিমধ্যেই আয়োজন দেশের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এখন ঠিক কী পরিস্থিতি, জেনে নিন TV9Bangla-তে।

গত সপ্তাহে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ধীর গতির ব্যাটিংয়ের জন্য ৩৫ বছর বয়সী এই অজি ওপেনারকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কিন্তু সোমবার মাচে ফিঞ্চের অনবদ্য ৪৪ বলে ৬৩ রানের ইনিংস তাদের জবাব দিয়েছে। গোটা ইনিংসে ৩টি ছয় ও ৬টি চার মেরেছেন ফিঞ্চ। নিজরে পারফর্ম্যান্সের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ খেতাবও জিতে নিয়েছেন ফিঞ্চ। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আয়ার্ল্যান্ডের ব্যাটিংয়ের সময়ই মাঠ ছাড়তে হয় ফিঞ্চকে।

সোমবারের ম্যাচ শেষের পর এক সাক্ষাৎকারে ফিঞ্চ বলেন, “হ্যামস্ট্রিংয়ে সামান্য টান লেগেছে। দুর্ভাগ্যবশত আমার হ্যামস্ট্রিংয়ে চোট লাগার অতীত রয়েছে। আমি আগামীকাল স্ক্যান করাব। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। কিন্তু অনেকক্ষেত্রে রাতে হ্যামস্ট্রিং ফুলে উঠে সমস্যা তৈরি করে। তবে শুক্রবার আফগানিস্তান ম্যাচে খেলার বিষয়ে আমি আশাবাদী।”

ফিঞ্চের চোট অস্ট্রেলিয়া দল থেকে শুধু তাঁকে ছিটকে দেবে এমনটা নয় বরং তাঁর ক্রিকেট কেরিয়ারে দাঁড়ি টানতে পারে। গত মাসেই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ফিঞ্চ। তিনি জানিয়েছিলেন, টি টোয়েন্টিতে বেশি করে মনোসংযোগ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন ফিঞ্চ। কিন্তু তাঁর ব্যাটিং পারফরম্যান্সের জন্য তাঁকে বিভিন্ন সময় সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। এখন হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে তিনি দ্রুত ম্যাচে ফিরে আসতে পারেন কি না, সেটাই এখন দেখার।