IND vs BAN: নিজে রান পেয়ে ব্যাটারদের ‘খোঁচা’ বাংলাদেশ ক্যাপ্টেন শান্তর
India vs Bangladesh 1st Test: বাংলাদেশের তরুণ পেস আক্রমণ দুর্দান্ত বোলিং করেছে। বিশেষ করে বলতে হয় হাসান মাহমুদের কথা। প্রথম ঘণ্টাতেই ভারতের তিন তারকা রোহিত, বিরাট, শুভমনের উইকেট। ভারতের মাটিতে ইতিহাস গড়ার স্বপ্নে বুঁদ ছিল বাংলাদেশ। হল যদিও উল্টো।
প্রত্যাশার বেলুন চুপসে গিয়েছে। চেন্নাই টেস্টের প্রথম দিনের প্রথম সেশন। আধিপত্য ছিল বাংলাদেশের। চেন্নাইতে এ বার লাল-মাটির পিচ। ঘাসও ছিল। বাউন্স, ক্যারি আগের তুলনায় বেশি। টস জিতেই যেন অর্ধেক ম্যাচ ‘জিতে’ নিয়েছিল বাংলাদেশ। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং নিতে ভুল করেননি। বাংলাদেশের তরুণ পেস আক্রমণ দুর্দান্ত বোলিং করেছে। বিশেষ করে বলতে হয় হাসান মাহমুদের কথা। প্রথম ঘণ্টাতেই ভারতের তিন তারকা রোহিত, বিরাট, শুভমনের উইকেট। ভারতের মাটিতে ইতিহাস গড়ার স্বপ্নে বুঁদ ছিল বাংলাদেশ। হল যদিও উল্টো।
এই সিরিজের আগে বাংলাদেশ ব্যাটিংয়ে সবচেয়ে বড় প্রশ্ন ছিল অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং অভিজ্ঞ সাকিব আল হাসানের পারফরম্যান্স নিয়ে। প্রথম ইনিংসে লিটন দাসের সঙ্গে দুর্দান্ত একটা জুটি গড়েছিলেন সাকিব। যদিও দায়সারা গোছের রিভার্স সুইপ খেলে আউট হন। লিটন-সাকিবকে ফিরিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে দেন রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় ইনিংসে সাকিবের অবদান ২৫। তবে রানে ফিরেছেন শান্ত। শেষ অবধি ৮২ রানে তাঁর ইনিংসের সমাপ্তি হয়। এরপরই ব্যাটারদের খোঁচা!
দীর্ঘ ১০ ইনিংস পর হাফসেঞ্চুরি পার করা নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে বলেন, ‘ব্যাটার হিসেবে সবসময়ই রান করতে চাই। আমরা এই ম্যাচে ফল নিয়ে ভাবছিলাম না। যতটা বেশি সময় ক্রিজে কাটানো যায়, সেটাই চেষ্টা করেছি। বোলাররা ভালো পারফর্ম করেছে। আশা করি, এ বার ব্যাটাররাও কিছু করবে।’ বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার, এই সিরিজে ধারাভাষ্যকার তামিম ইকবাল বলেন, ‘১০ ইনিংস পর শান্তর হাফসেঞ্চুরি প্লাস স্কোর। এই ম্যাচে একটু হলেও প্রাপ্তি। ও ক্যাপ্টেন, এই ইনিংসের পর আত্মবিশ্বাসী ফিরে পাবে।’