IND vs BAN: ‘শুধু বিরাট-রোহিতকে নিয়েই…’ ভারতের ক্রাইসিসম্যান বাছলেন তামিম ইকবাল

Sep 22, 2024 | 1:54 PM

India vs Bangladesh 1st Test: ক্রাইসিস পরিস্থিতিতে অশ্বিন যে বরাবর ভরসা হয়ে ওঠেন, এমনটাই মনে করেন বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবাল। ভারত-বাংলাদেশ সিরিজে ধারাভাষ্যে অভিষেক করা তামিম আরও মনে করছেন, বিরাট-রোহিতদের নিয়েই আলোচনা বেশি হয়।

IND vs BAN: শুধু বিরাট-রোহিতকে নিয়েই... ভারতের ক্রাইসিসম্যান বাছলেন তামিম ইকবাল
Image Credit source: PTI

Follow Us

হোমগ্রাউন্ডে হিরো রবিচন্দ্রন অশ্বিনই। চেন্নাই টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কেরিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করেছেন। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটও নিয়েছেন। ক্রাইসিস পরিস্থিতিতে অশ্বিন যে বরাবর ভরসা হয়ে ওঠেন, এমনটাই মনে করেন বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবাল। ভারত-বাংলাদেশ সিরিজে ধারাভাষ্যে অভিষেক করা তামিম আরও মনে করছেন, বিরাট-রোহিতদের নিয়েই আলোচনা বেশি হয়। ঢাকা পড়ে যান অশ্বিন! কী বলছেন তিনি?

টেস্ট কেরিয়ারে এই নিয়ে ৩৭ বার ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ছুঁয়েছেন প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের কীর্তি। চেন্নাই টেস্টে অশ্বিনের পারফরম্যান্স কেন স্পেশাল, সেই প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, ‘অশ্বিন অনেক ম্যাচেই ফাইফার নিয়েছে, ভবিষ্যতে আরও নেবে। তবে এই ম্যাচটা স্পেশাল থাকবে। কারণ, এখানে কিন্তু ব়্যাঙ্ক টার্নার ছিল না। ও যে ভাবে পেস-বাউন্স কাজে লাগাল। উইকেট সংখ্যাটা সাত হতে পারত। এই ম্যাচটা ওর কাছে সত্যিই স্পেশাল। অশ্বিন ৬ উইকেট নিয়েছে, তবে বোলিংয়ের দিক থেকে আমার কাছে সবচেয়ে বিপজ্জনক লেগেছে জাডেজাকে।’

এরপর ওঠে অশ্বিনের ব্যাটিং প্রসঙ্গও। তামিম বলছেন, ‘আমি অন্য দেশের। যখনই ভারতীয় ব্যাটিং নিয়ে কথা হয়, বিরাট-রোহিতকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়। আমি অশ্বিনকে নিয়ে যত বেশি বলতে চাই, ততই কম। অশ্বিন দুর্দান্ত ব্যাটিং করেছে। কখনও কাউন্টার অ্যাটাক, কখনও প্রপার ব্যাটারের মতো খেলেছে। ওর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’

এই খবরটিও পড়ুন

শুধু তাই নয়, অশ্বিনকে তাঁরই একটি ইনিংস মনে করিয়ে তামিম বলেন, ‘মীরপুরে প্রবল চাপের মুহূর্তে তুমি দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলে…’। তামিমের প্রশ্ন শেষ হওয়ার আগেই অশ্বিনের জবাব, ‘কোনও বিশেষ প্ল্যান নিয়ে আসি না। প্রেসার সিচুয়েশনে খেলতে বেশি ভালো লাগে। যখন ব্যাট করি, বোলার হিসেবে ভাবি, বোলিংয়ের সময় ব্যাটার হিসেবে ভাবি। এটাই আসল বিষয়।’

Next Article