BAN vs AFG: আফগানিস্তানের বিরুদ্ধে লিটনদের বাংলা-ওয়াশ বাঁচানোর লড়াই
Bangladesh vs Afghanistan, ODI: ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লা গুরবাজের ওপেনিং জুটিতেই ২৫৬ রান করে আফগানিস্তান। শেষ অবধি বাংলাদেশকে ৩৩২ রানের বিশাল লক্ষ্য দেয় তারা। জবাবে মাত্র ১৮৯ রানেই অলআউট বাংলাদেশ।
চট্টগ্রাম: ঘরের মাঠেই এমন লজ্জার পরিস্থিতিতে পড়তে হবে! বাংলাদেশ ক্রিকেট টিম কিংবা সমর্থকরা হয়তো এমনটা প্রত্যাশা করেননি। সিরিজ জুড়ে নানা নাটক। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে ০-২ পিছিয়ে বাংলাদেশ। আজ জিততে না পারলে বাংলা-ওয়াশ। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয় এবং বৃষ্টি বড় বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের কাছে। দ্বিতীয় ম্যাচে বোলিং ব্যর্থতার পাশাপাশি বোলিংয়ে হতাশার পারফরম্যান্স। আজ মর্যাদা রক্ষার লড়াইয়ে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
চট্টগ্রামে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে হার। ডাকওয়ার্থ লুইসে ১৭ রানে হার হলেও বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স অন্য়তম কারণ। এই ম্যাচের পরদিনই হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মধ্যে তামিমকে নিয়ে হতাশা কাজ করছিল। তবে স্বস্তি ফিরল ২৪ ঘণ্টার মধ্যেই। প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার সঙ্গে কথা বলেন তামিম। সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এরপরই অবসর সিদ্ধান্ত বদল তামিম ইকবালের। এ বছর ভারতে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে তামিমের অবসর ঘোষণায় অস্বস্তি তৈরি হয়েছিল। তা কেটেছে। তবে তামিম কবে থেকে খেলবেন, নিশ্চিত নয়।
তামিমের অনুপস্থিতিতে দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দেন লিটন দাস। এর আগেও নেতৃত্ব দিয়েছেন লিটন। তবে আফগানিস্তানের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় পড়তে হয়। দ্বিতীয় ওয়ান ডে-তে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন। ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লা গুরবাজের ওপেনিং জুটিতেই ২৫৬ রান করে আফগানিস্তান। শেষ অবধি বাংলাদেশকে ৩৩২ রানের বিশাল লক্ষ্য দেয় তারা। জবাবে মাত্র ১৮৯ রানেই অলআউট বাংলাদেশ। ১৪২ রানের বিশাল ব্যবধানে হার। মিডল অর্ডারে কিছুটা লড়াই করেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিরুদ্ধে ০-৩ হার রুখতে কঠিন লড়াইয়ে লিটনরা।