Team India: রোহিত-গম্ভীরদের সঙ্গে বোর্ডের ম্যারাথন মিটিং, অজি সফরের আগে বাড়ছে চাপ

Nov 09, 2024 | 5:24 PM

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর বিসিসিআই এক লম্বা বৈঠক করেছে। যা চলে প্রায় ৬ ঘণ্টা ধরে। নির্বাচক প্রধান অজিত আগরকরের উপস্থিতিতে একাধিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে।

Team India: রোহিত-গম্ভীরদের সঙ্গে বোর্ডের ম্যারাথন মিটিং, অজি সফরের আগে বাড়ছে চাপ
রোহিত-গম্ভীরদের সঙ্গে বোর্ডের ম্যারাথন মিটিং, অজি সফরের আগে বাড়ছে চাপ
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: যে টিম কোনও সিরিজ হারে, এরপর সে দেশের বোর্ড খাতা-কলম নিয়ে নেমে পড়ে আসরে। ভুলভ্রান্তি কোথায়, খুঁজে বের করা হয়। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর বিসিসিআই এক লম্বা বৈঠক করেছে। যা চলে প্রায় ৬ ঘণ্টা ধরে। নির্বাচক প্রধান অজিত আগরকরের উপস্থিতিতে একাধিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। ওই মিটিংয়ে ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), টিমের হেড কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। একইসঙ্গে বিসিসিআই প্রধান রজার বিনি ও বোর্ড সেক্রেটারি জয় শাহও উপস্থিত ছিলেন ওই গুরুত্বপূর্ণ মিটিংয়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সিনিয়র কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘৬ ঘণ্টার একটা ম্যারাথন মিটিং হয়েছে। ওই রকম একটা বিপর্যয়ের পর যেটা হওয়ারই ছিল। ভারত এ বার অস্ট্রেলিয়া সফরে যাবে। আর বোর্ড এ সময় নিশ্চিত করতে চায় যে, দল যেন সঠিক ট্র্যাকে থাকে। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক (গম্ভীর-রোহিত-অজিত) কী ভাবছে সেটাও জানা দরকার।’

অজি সফরের আগে তা হলে কি বাড়ছে চাপ? পরিস্থিতি যা, তাতে এমনটাই বলতে হচ্ছে। ম্যারাথন মিটিংয়ে একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে উঠেছে গৌতম গম্ভীরের কোচিং স্টাইল নিয়ে প্রশ্ন। জসপ্রীত বুমরাকে কেন তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। একইসঙ্গে ভারতীয় টিমের থিঙ্ক ট্যাঙ্কের কাছে প্রশ্ন রাখা হয়, এইভাবে কিউয়ি সিরিজের বিপর্যয় থেকে কেমন করে ঘুরে দাঁড়াবে টিম ইন্ডিয়া।

এই খবরটিও পড়ুন

জানা গিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুনের মতো মুম্বইতে ব়্যাঙ্ক টার্নার পিচ বানানোর পর কেন সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছিল? এ নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের কাছে প্রশ্ন রাখে বোর্ড। সূত্রের খবর অনুযায়ী, ‘বুমরাকে কেন বিশ্রাম দেওয়া হয়েছিল, তা নিয়ে আলোচনা হয়েছে। যদিও ঝুঁকি এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ব়্যাঙ্ক টার্নার পিচ বানিয়ে যেভাবে ভারতীয় টিম চাপে পড়েছিল, তা নিয়েও আলোচনা হয়েছে।’

Next Article