কলকাতা: আর এক মাসও বাকি নেই, জুনে ভারতের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ হচ্ছে। আগামী জুন মাসেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। যা পরিস্থিতি তাতে বিশ্বকাপের আগেই ভারতের জন্য হেড কোচের খোঁজে নামছে বিসিসিআই। বোর্ড সেক্রেটারি জয় শাহ এ বার জানিয়েছেন, বিসিসিআই শীঘ্রই একটি নতুন কোচের জন্য বিজ্ঞাপন প্রকাশ করবে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, তা হলে কি বিশ্বকাপের পর আর রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় টিমকে (Team India) কোচিং করাবেন না?
রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষের পথে, এ বার কি বিদেশি কোচের খোঁজে বোর্ড?
সম্প্রতি বিসিসিআইয়ের হেড কোয়ার্টার থেকে বোর্ড সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন যে, রাহুল দ্রাবিড় চাইলেই ভারতের হেড কোচের পদের জন্য ফের আবেদন করতে পারবেন। জয় বলেন, ‘অল্প কয়েকদিনের মধ্যেই নতুন কোচের পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হবে। রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষের পথে। তিনি যদি কোচের দায়িত্ব চালিয়ে যেতে চান, তা হলে তাঁকে পুনরায় আবেদন করতে হবে। আমরা একজন দীর্ঘমেয়াদী কোচের খোঁজে রয়েছি। তিন বছরের জন্য।’
রাহুল দ্রাবিড়ের এর আগে ভারতীয় টিমের সঙ্গে চুক্তি ছিল ২ বছরের। ২০২৩ সালের নভেম্বরে ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর রাহুল দ্রাবিড় ও তাঁর সকল সাপোর্ট স্টাফের চুক্তির মেয়াদ বাড়ানো হয়। এর আগে একবার শোনা গিয়েছিল, তিন ফর্ম্যাটের জন্য ভারতের আলাদা কোচ থাকতে পারে। তা অবশ্য এখনই হচ্ছে না বলে জানিয়েছেন জয় শাহ।
ভারতের পরবর্তী হেড কোচ কি কোনও প্রাক্তন বিদেশি ক্রিকেটার হবেন? জয় শাহ একেবারেই সেই সম্ভবনা উড়িয়ে দিলেন না। তিনি বলেন, ‘যদি ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি বিদেশি কোচ নির্বাচন করে, তা হলে আমি তাতে হস্তক্ষেপ করতে পারি না। একইসঙ্গে সাদা বলে ও টেস্ট ক্রিকেটের জন্য আলাদা ভারতের কোচ হবে কিনা, সেই সিদ্ধান্তও নেবে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি। যদিও ভারতে এমন নজির নেই।’
রাহুল দ্রাবিড়ের পর ভারতের হেড কোচের দায়িত্ব কে পেতে পারেন? এক্ষেত্রে ভারতের পরবর্তী কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের নাম শোনা যাচ্ছে। কিছুদিন ধরেই দ্রাবিড়ের স্টপগ্যাপ হিসেবে কাজ করছেন। পুরোমাত্রায় কোচ হতে পারেন ভারতের প্রাক্তন ব্যাটার।