Mohammed Shami: গাব্বায় নামার আগে হয়ে গেল সিদ্ধান্ত? মহম্মদ সামির হয়তো এখনই অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না

Dec 12, 2024 | 5:42 PM

IND vs AUS, BGT: সামির ফিটনেস নিয়ে গত কয়েক দিন ধরে যা চলছে, থ্রিলারকেও হার মানাবে। সকালে মনে হচ্ছে, বিকেলেই হয়তো উড়ে যাবেন অস্ট্রেলিয়া। দুপুর গড়াতে না গড়াতে সেই তাঁকে নিয়েই আবার সংশয়। সেই আশঙ্কা কেন মিটল না সামিকে ঘিরে?

Mohammed Shami: গাব্বায় নামার আগে হয়ে গেল সিদ্ধান্ত? মহম্মদ সামির হয়তো এখনই অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না
Mohammed Shami: গাব্বায় নামার আগে হয়ে গেল সিদ্ধান্ত? মহম্মদ সামির হয়তো এখনই অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: জসপ্রীত বুমরার ওয়ার্কলোড নিয়ে চিন্তা বাড়ছে। দিন-রাতের টেস্টে কি চোট পেয়েছেন তিনি? এই প্রশ্নও নিয়েছে বড় আকার। তারই মধ্যে মহম্মদ সামিকে (Mohammed Shami) নিয়ে গুরুতর সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড? শোনা তেমনই যাচ্ছে। আর তা যদি সত্যি হয়, ব্রিসবেন কেন, মেলবোর্ন কিংবা সিডনিতেও বাংলার পেসারকে দেখা যাবে কিনা সন্দেহ। সোজা কথায়, অস্ট্রেলিয়াতেই হয়তো পাঠানো হবে না তাঁকে। সামির ফিটনেস নিয়ে গত কয়েক দিন ধরে যা চলছে, থ্রিলারকেও হার মানাবে। সকালে মনে হচ্ছে, বিকেলেই হয়তো উড়ে যাবেন অস্ট্রেলিয়া। দুপুর গড়াতে না গড়াতে সেই তাঁকে নিয়েই আবার সংশয়। সেই আশঙ্কা কেন মিটল না সামিকে ঘিরে?

৩৬০ দিন পর ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে সামির। রঞ্জিতে খেলেছেন বাংলার হয়ে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খেলেছেন। ৯টা ম্যাচ খেলে ফেলেছেন সব মিলিয়ে। তাও তাঁর ফিটনেস নিয়ে সংশয় যাচ্ছে না। শরীরের ওজন আগের থেকে বেড়েছে। ফিটনেস নিয়ে চিন্তা। পাশাপাশি বোলিংয়ের ক্ষেত্রে সাবলীল ছন্দে আছেন কিনা, তা নিয়েও রয়েছে প্রশ্ন। সেই কারণেই শোনা যাচ্ছে, আপাতত অস্ট্রেলিয়া পাঠানো হবে না সামিকে। কেন এমন সিদ্ধান্ত নিল, সামির বোলিং বিশ্লেষণের মধ্যেই রয়েছে এর উত্তর। ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন ঠিকই, কিন্তু ইকোনমি রেট ভালো নয়। বরোদার বিরুদ্ধে ৪ ওভারে ৪৩ দিয়েছেন। প্রত্যাবর্তনের পর তৃতীয় ম্যাচ, যেখানে ১০এর বেশি ইকোনমি রেট থেকেছে সামির।

এতেই শেষ নয়, সামির স্ট্রাইক রেটও চিন্তায় রাখছে। দেশের হয়ে হোক আর রাজ্যের হয়ে, উইকেট নেওয়ার ক্ষমতার জন্যই গ্রহণযোগ্যতা এত বেশি সামির। যা গত ৯ ম্যাচে ১৯.৩৬। এটাই বেশি করে ভাবিয়ে তুলেছে। এর অর্থ হল, সামি পুরো ফিট নন। যে কারণে পুরোমাত্রায় বোলিং করতে পারছেন না। যা মাথায় রাখছে বোর্ড। সামি যদি অস্ট্রেলিয়া না যান, তা হলে বিজয় হাজারে ওয়ান ডে টুর্মামেন্টে বাংলার হয়ে খেলবেন। যা শুরু হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। সেখানেই আবার দেখা হবে সামির ম্যাচ ফিটনেস। তা যদি ঠিক থাকেও, অজ়িদের দেশে যাওয়ার সম্ভাবনা খুবই কম।

এই খবরটিও পড়ুন

তা হলে কবে ভারতীয় দলে প্রত্যাবর্তন হবে সামির? ছবি যদি এই হয়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের হয়ে সামির খেলার সম্ভাবনা নেই। আর তা হতে হতে আগামী বছরের মার্চ মাস।

Next Article