IND vs AUS: রোহিত এখন দিন গুনছে… গাব্বা টেস্টের আগে বিস্ফোরণ প্রাক্তন প্রোটিয়া ক্যাপ্টেনের
Rohit Sharma: গাব্বা টেস্টে জয় ভারত তো বটেই, রোহিতকেও স্বস্তি দেবে। আর গাব্বায় হারলে? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতেই ক্যাপ্টেন্সি হারাতে হতে পারে রোহিতকে।
কলকাতা: গাব্বা টেস্টে চরম পরীক্ষার মুখে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে হেরেছে টিম। রান পাননি তিনিও। মাত্র ৯ করেছেন। যা নিয়ে সমালোচনা কম নেই। দল নির্বাচন থেকে শুরু করে ম্যাচে বোলিং বদল নিয়েও কথা উঠছে। গাব্বা টেস্টে জয় ভারত তো বটেই, রোহিতকেও স্বস্তি দেবে। আর গাব্বায় হারলে? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতেই ক্যাপ্টেন্সি হারাতে হতে পারে রোহিতকে। ভারতের ক্যাপ্টেন যখন প্রবল চাপে, তখন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্যাপ্টেন ড্যারেল কালিনান বিস্ফোরণ ঘটালেন।
রোহিতও হয়তো খুব ভালো করে জানেন, তাঁর কেরিয়ার শেষ হয়ে আসছে। টেস্ট থেকে অবসরও নিতে হবে তাঁকে। সে কথা মাথায় রেখেই হয়তো কালিনান বলেছেন, দিন গুনছেন রোহিত। কালিনানের কথায়, ‘রোহিতের দিকে তাকান, তারপর বিরাটকে দেখুন। দু’জনের শারীরিক অবস্থা জেনে যাবেন। রোহিত মোটা। আর যাই হোক না কেন, দীর্ঘদিন ক্রিকেট খেলার জায়গায় নেই। রোহিতের শারীরিক অবস্থা যা, তাতে চার বা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার মতো জায়গাতেই নেই।’
কালিনান নিঃসন্দেহে নতুন বিতর্ক বাঁধিয়ে দিয়েছেন। রোহিতের ফিটনেস নিয়ে বারবার কথা উঠেছ অতীতে। কিন্তু কোনও দিনই বিরাটের কাছ থেকে শেখেননি। ভালো করে বললে, ফিটনেসের দিকে একেবারেই নজর নেই তাঁর। আর তাই ধারাবাহিক সাফল্য আসছে না। পারথ টেস্টে খেলেননি। অ্যাডিলেডে টিমের দায়িত্ব নিয়েছেন ঠিকই, কিন্তু ভারত জয় পায়নি। ওপেনিংয়ের বদলে মিডল অর্ডারে খেলেছেন। যা কালিনান মেনে নিতে পারছেন না।
এই খবরটিও পড়ুন
ইনসাইড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কালিনান বলেছেন, ‘আমি আবার বলব, রোহিত ঘরের মাঠে দুরন্ত। কিন্তু অস্ট্রেলিয়ায় ওর খেলা না বিপদে ফেলে দেয় ভারতকে। কারণ প্রথম টেস্টের সঙ্গে দ্বিতীয় টেস্টের টিম এক ছিল না। রোহিতের ভুঁড়ি রয়েছে। ভারতের বাইরে ওর রেকর্ডের দিকে তাকান। দক্ষিণ আফ্রিকায় যতবার খেলেছে, আমার মনে হয়েছে ও শর্ট বল খেলা পছন্দ করে না। কিন্তু রোহিত এখন মিডল অর্ডারে ব্যাট করছে। আদতে ওপেনার। আমার তো মনে হয় ওপেনিংই করুক। সামনে থেকে নেতৃত্ব দিক টিমকে।’