Venkatesh Iyer: মুস্তাক আলিতে ব্যাটে-বলে দাপট, MP-কে সেমিতে তুললেন KKR-এর ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ
Syed Mushtaq Ali Trophy: সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে টার্গেট পূরণ করে নেয় মধ্যপ্রদেশ। ৬ উইকেটে ম্যাচ জিতে সেমিতে রজত-ভেঙ্কটেশরা। ২ উইকেট ও ৩৮ নট আউট ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ভেঙ্কটেশ আইয়ার।
কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) কামাল। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাটে-বলে উজ্জ্বল নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ার। ব্যাট হাতে ভেঙ্কির হাতে ধামাকা দেখে অভ্যস্ত অনেকেই। এ বার আলুরে মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে বল হাতেও জ্বলে উঠলেন ভেঙ্কি। মধ্যপ্রদেশের হয়ে ৩ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। ইকোনমি ৭.৬৬। নিয়মিত বোলিং করেন না কেকেআরের তারকা। দলের প্রয়োজনে তিনি জ্বলে ওঠায় অনেকেই বলতে শুরু করেছেন পরবর্তী নাইট ক্যাপ্টেন তিনিই।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রজত পাতিদারের মধ্যপ্রদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান তোলে সৌরাষ্ট্র। চিরাগ জানির ৮০ রানে ভর করে মধ্যপ্রদেশকে ১৭৪ রানের টার্গেট দেয় জয়দেব উনাদকাটের টিম। চিরাগ ছাড়া সেই অর্থে কারও ব্যাট চলেনি। ওপেনার হার্ভিক দেশাই ১৭ করেন। আটে নেমে জয় গোহিলও করেন ১৭। প্রেরক মানকড়ের ব্যাটে এসেছে ১৬ রান। মধ্যপ্রদেশের হয়ে ২টি করে উইকেট আবেশ খান ও ভেঙ্কটেশের। ১টি করে উইকেট ত্রিপুরেশ সিং, শিবম শুক্লা ও রাহুল বাথামের।
১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে মধ্যপ্রদেশের ওপেনিং জুটিতে ওঠে ৪৬ রান। ৮ রানের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেন অর্পিত। ক্যাপ্টেন রজত করেন ২৮ রান। শুভ্রাংশু সেনাপতি ২৪ রান করেন। হরপ্রীত সিং ৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন। আর ভেঙ্কি ৩৩ বলে ৩৮ নট আউট। ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে টার্গেট পূরণ করে নেয় মধ্যপ্রদেশ। ৬ উইকেটে ম্যাচ জিতে সেমিতে রজত-ভেঙ্কটেশরা। ২ উইকেট ও ৩৮ নট আউট ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ভেঙ্কটেশ আইয়ার।
সৌদি আরবের জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটিতে কিনেছে কেকেআর। তারপর থেকেই ক্রিকেট মহলে অনেকেই বলাবলি করছেন, এত টাকা খরচ করে নিশ্চিতভাবে টিমের ক্যাপ্টেন হিসেবেই ভেঙ্কটেশকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিনি সত্যিই কেকেআরকে পঁচিশের আইপিএলে নেতৃত্ব দেবেন কিনা, তা জানা যাবে আগামী বছর।