মুম্বই: টেস্ট কেরিয়ারে ১০০তম ম্যাচ (Virat Kohli’s 100th Test) খেলতে নামবেন বিরাট কোহলি (Virat Kohli)। তার আগে একটাই প্রশ্ন, ২৮ মাসের অপেক্ষার অবসান কি হবে? নিজের ১০০তম টেস্ট স্মরণীয় রাখতে কি সেঞ্চুরি দেখা যাবে বিরাটের ব্যাটে? ইডেনে প্রায় বছর তিনেক আগে শেষ টেস্ট সেঞ্চুরি ছিল ভিকে-র। তারপর বিরাটকে ঘিরে শুধুই বিতর্ক। তিন ফর্ম্যাটে একের পর এক ক্যাপ্টেন্সি ছেড়েছেন তিনি। রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি অভিষেক হয়েছে আগেই। এ বার টেস্টেও নেতা রোহিতের অধীনে খেলবেন। সে সব নয়, বিরাটকে ঘিরে একটাই প্রশ্ন, একটাই আবেদন, একটাই আর্তি— সেঞ্চুরিতে ফিরুন! পরিস্থিতি যখন এমন, তখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতো প্রাক্তন ক্যাপ্টেন বলে দিচ্ছেন, ১০০তম টেস্টেই সেঞ্চুরি পাবেন তিনি।
সৌরভের কথায়, ‘আমি জানি ওকে নিয়ে নানা কথা চলছে। ২ বছরেরও বেশি সময় সেঞ্চুরি পায়নি। আমার বিশ্বাস, ও দারুণ ভাবে ফিরে আসবে, সেঞ্চুরি করবে। বিরাট খুব ভালো করে জানে, কী ভাবে একটা সেঞ্চুরি করতে হয়। সেটা জানে বলেই কিন্তু ও ৬০-৭০ করছে। প্রাক্তন ক্রিকেটার হিসেবে আমার মনে হয়, ও দ্রুত নিজের সেঞ্চুরিগুলো ফিরে পাবে। ওর দক্ষতাই ওকে আবার ফিরিয়ে আনবে।’
কেন সেঞ্চুরি পাচ্ছেন না বিরাট? সৌরভের যুক্তি হল, ‘২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত রাহুল দ্রাবিড়ের এমন একটা সময় গিয়েছিল। সচিন এমন সময়ের মধ্যে দিয়ে অনেকবার গিয়েছে। ২০১৪ সালে ভারতের ইংল্যান্ড সফরের সময় আমি কমেন্ট্রি বক্সে ছিলাম। ওই সফরের পর থেকে বিরাট কিন্তু নিজেকে বদলে ফেলেছিল। পরের পাঁচটা বছর কিন্তু স্মরণীয় করে রেখেছিল। এমন সময় সবার যায়। সেখান থেকে আবার ঘুরেও দাঁড়ায়।’
ক্যাপ্টেন্সি বিতর্কের সময় বিরাট বনাম সৌরভ ঘিরে কম জলঘোলা হয়নি। বোর্ড প্রেসিডেন্ট কিন্তু আর প্রকাশ্যে মুখ খোলেননি। এই মুহূর্তে পরিবার নিয়ে ইংল্যান্ডে গিয়েছেন ছুটি কাটাতে। কিন্তু বিরাটের ১০০তম টেস্টে যে নজর রাখবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন: India vs Sri Lanka: মোহালি টেস্টের আগে কোহলিপ্রেমীদের জন্য বিরাট সুখবর
আরও পড়ুন: Virat Kohli’s 100th Test: কোহলির শততম টেস্টের আগে ফিরে দেখা তাঁর উজ্জ্বল টেস্ট কেরিয়ার