Andre Russell: ভিডিয়ো: সাবধান জাডেজা, চিপকে নতুন ব্যাট নিয়ে নামছেন আন্দ্রে রাসেল

Apr 08, 2024 | 5:43 PM

KKR, IPL 2024: হাউসফুল চিপক 'রাসেল মাসেল' দেখার জন্য তৈরি তো? আন্দ্রে রাসেল বরাবরই কেকেআরের অন্যতম সেরা অস্ত্র। ৩৫ বছরের ক্যারিবিয়ান অলরাউন্ডার সিএসকের বিরুদ্ধে নামার জন্য নিজের ব্যাট আরও ধারালো করলেন। তা হলে কি এ ভাবেই তিনি রবীন্দ্র জাডেজা, দীপক চাহারদের সতর্কবার্তা দিলেন? বিস্তারিত জানতে হলে দেখুন ভিডিয়ো।

Andre Russell: ভিডিয়ো: সাবধান জাডেজা, চিপকে নতুন ব্যাট নিয়ে নামছেন আন্দ্রে রাসেল
Andre Russell: ভিডিয়ো: সাবধান জাডেজা, চিপকে নতুন ব্যাট নিয়ে নামছেন আন্দ্রে রাসেল
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: আইপিএলের (IPL) অন্যতম হাইভোল্টেজ ম্যাচ সিএসকে বনাম কেকেআর (CSK vs KKR)। সোমবার রাতে চিপকে মুখোমুখি ধোনি ও গম্ভীরের টিম। এই ম্যাচে যে হাউসফুল গ্যালারি হবে এমনটাই প্রত্যাশিত। আর এরপর প্রশ্ন হল হাউসফুল চিপক ‘রাসেল মাসেল’ দেখার জন্য তৈরি তো? আন্দ্রে রাসেল বরাবরই কেকেআরের অন্যতম সেরা অস্ত্র। ৩৫ বছরের ক্যারিবিয়ান অলরাউন্ডার সিএসকের বিরুদ্ধে নামার জন্য নিজের ব্যাট আরও ধারালো করলেন। তা হলে কি এ ভাবেই তিনি রবীন্দ্র জাডেজা, দীপক চাহারদের সতর্কবার্তা দিলেন? বিস্তারিত জানতে হলে দেখুন ভিডিয়ো।

আর মাত্র কয়েক ঘণ্টা পর চিপকে নেমে পড়বে ঋতুরাজ গায়কোয়াড় ও শ্রেয়স আইয়ারের টিম। তার আগে কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া সাইট X এ ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেলের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে নিজের ব্যাট নিয়ে মতামত জানাচ্ছেন রাসেল। পাওয়ারহিটাররা বিভিন্ন সময় ব্যাট নিয়ে ভীষণ খুঁতখুঁত করেন।

আন্দ্রে রাসেলের ব্যাট নিয়ে কেকেআর যে ভিডিয়ো পোস্ট করেছে X এ, সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘দ্রে রাসের ব্যাটগুলোরও ওজন ট্রেনিং চলছে।’ আপনি নাইট প্রেমী? আন্দ্রে রাসেলের ব্যাটিং উপভোগ করেন? আপনার কি জানা আছে রাসেলের ব্যাটের ওজন কত? না জানলে ক্ষতি নেই। কেকেআরের এক ভিডিয়ো দেখলেই পরিষ্কার হবে সবটা।

নাইটদের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, রাসেলের একটি ব্যাটের ওজন মাপা হচ্ছে। যার ওজন দাঁড়ায় ১২৯৯ গ্রাম। এরপর রাসেল অপর একটি ব্যাট ওজন করেন। যার ওজন দাঁড়ায় ১৩১৫ গ্রাম। এরপর ফের রাসেল আগের ব্যাটটি ওজন করেন। দেখা যায় সেটির ওজন ১২৯৯ গ্রাম। এরপর রাসেল জানান, ওই ব্যাটটির ওজন যে ১২৯৯ গ্রাম, তা তাঁর অনুভব হচ্ছে না। এরপর তিনি জানান, ব্যাটের কোন জায়গাটা তিনি একটু পাতলা করতে চান। পেনসিল দিয়ে নিজে হাতে সেই অংশটা মার্কও করে দেন রাসেল। এরপর তিনি সামনে থাকা একজনকে ব্যাটটা ভারী লাগছে কিনা তা অনুভব করতে বলেন। তিনি জানান, সেটা ভারী। এরপর আরও একটি ব্যাট তুলে সেটিও ওই ব্যক্তিকে দেখতে বলেন। এরপরই রাসেল জানান, ১৩১৫ গ্রামের ব্যাটটির থেকে ১২৯৯ গ্রামের ব্যাটটি তাঁর ভারী লাগছে। আর সেটাই অবাক করছে রাসেলকে।


সিএসকের বিরুদ্ধে ম্যাচের আগে নিজের পছন্দমতো ব্যাট ট্রিম করিয়ে নিয়েছেন আন্দ্রে রাসেল। এ বার দেখার চিপকে তাঁর ব্যাটে কতগুলো ছয়, চার দেখা যায়।

Next Article