কলকাতা: মুম্বইকর— এটা তাঁদের বড় মিল। কথা হচ্ছে রোহিত শর্মা (Rohit Sharma) ও শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে। সম্প্রতি তাঁরা দু’জন কপিল শর্মার কমেডি শো-তে গিয়েছিলেন। সেখানে হাসি-ঠাট্টার পাশাপাশি শ্রেয়স আইয়ার জানান, ছেলেবেলা থেকে রোহিত শর্মাকে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। হিটম্যান তাঁর আইডল। এই কথা শোনার পর এক মুহূর্ত চুপ থেকেই বিস্ফোরণ ঘটান রোহিত শর্মা।
বর্তমানে রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার আইপিএল খেলতে ব্যস্ত। হারের হ্যাটট্রিকের পর মরসুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছে মুম্বই। আর অন্যদিকে শ্রেয়স আইয়ারের কেকেআর জয়ের হ্যাটট্রিক করেছে। সোমবার রাতে চিপকে চারে-চার করার লক্ষ্য নিয়ে নামবেন নাইটরা। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রেয়স ও রোহিতের এক ভিডিয়ো। যেখানে শ্রেয়সকে বলতে শোনা গিয়েছে রোহিতকে নিয়ে।
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো এর মূখ্য সঞ্চালক কপিল শর্মা ২৯ বছরের শ্রেয়সকে জিজ্ঞাসা করেন তাঁর আইডল কে। উত্তরে শ্রেয়স বলেন, ‘মজা করছি না, আর এমন নয় যে মাখন লাগানোর চেষ্টা করছি। আমার ছোটবেলা থেকে রোহিত ভাই আইডল। কারণ ও মুম্বইয়ের ছেলে, আমিও ওখানের। ওকে দেখে আমি বড় হয়েছি।’
শ্রেয়সের কথা শেষ হতেই রোহিতকে ওই শো-এর সঞ্চালক কপিল জিজ্ঞাসা করেন, ক্যামেরা আছে বলেই কি এমন উত্তর দিলেন শ্রেয়স? রোহিত এরপর হাসতে হাসতে বলেন, ‘ড্রেসিংরুমে তো প্রচুর গালি দেয়। এখানে সামনে এত লোক আছে, ক্যামেরা আছে। আজকালকার তরুণ ছেলেরা মারাত্মক বিপজ্জনক হয়।’
কপিল শর্মার কমেডি শো-তে এসে একাধিক মজার গল্পও শুনিয়েছেন রোহিত শর্মা। যেমন তিনি জানিয়েছিলেন, যদি তাঁকে বর্তমানে কোনও সতীর্থর সঙ্গে রুম শেয়ার করতে বলা হয়, তা হলে কার সঙ্গে সেটা করতে চাইবেন না রোহিত। এই প্রসঙ্গে তিনি শিখর ধাওয়ান ও ঋষভ পন্থের নাম বলেন। কারণ হিসেবে রোহিত জানান, তাঁরা দু’জন ভীষণ অগোছালো। যে কারণে তিনি কখনও তাঁদের সঙ্গে রুম শেয়ার করতে ইচ্ছুক নন।