IND vs AUS: পারথে ভারতের কাছে গো-হারা, অ্যাডিলেডে কী পরিবর্তন হচ্ছে অস্ট্রেলিয়া স্কোয়াডে?

Nov 26, 2024 | 9:17 PM

India vs Australia Test Series: সব দিক থেকেই ব্যাকফুটে ছিল ভারতীয় দল। তার উপর প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে যাওয়া। দুর্দান্ত প্রত্যাবর্তনে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট নিয়ে কী ভাবছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট?

IND vs AUS: পারথে ভারতের কাছে গো-হারা, অ্যাডিলেডে কী পরিবর্তন হচ্ছে অস্ট্রেলিয়া স্কোয়াডে?
Image Credit source: PTI

Follow Us

অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রেমীরা যেন এমনটা প্রত্যাশা করেননি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ হয়েছে ভারত। পারথ টেস্টে ছিলেন না নিয়মিত ক্যাপ্টেন রোহিত শর্মা। চোটে ছিটকে গিয়েছিলেন শুভমন গিল। মহম্মদ সামি নেই স্কোয়াডে। বিরাট কোহলির মতো ব্যাটার ফর্মে নেই। সব দিক থেকেই ব্যাকফুটে ছিল ভারতীয় দল। তার উপর প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে যাওয়া। দুর্দান্ত প্রত্যাবর্তনে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট নিয়ে কী ভাবছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট?

অজি শিবিরে নানা অস্বস্তি রয়েছে। দলের তারকা ব্যাটার স্টিভ স্মিথ ফর্মে নেই। তিন নম্বরে খেলা মার্নাস লাবুশেনের একই পরিস্থিতি। ওপেনিং সমস্যা আগেই ছিল। বেশ কয়েকজনের মধ্যে বেছে নেওয়া হয়েছিল নাথান ম্যাকসোয়েনিকে। অভিষেক টেস্টে পারফর্ম করতে পারেননি। যদিও অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে তাঁদের স্কোয়াডে কোনও পরিবর্তন হবে না। যে বারো জন পারথের ড্রেসিংরুমে ছিলেন, তাঁরাই থাকবেন।

অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। যোগ দিয়েছেন রোহিত শর্মাও। দু-দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত। পারথে যশস্বী, বিরাট সেঞ্চুরি করেছেন। বল হাতে অনবদ্য জসপ্রীত বুমরা। অভিষেক ম্যাচে নজর কেড়েছেন নীতীশ রেড্ডি, হর্ষিত রানাও। অস্ট্রেলিয়ার কোচের কথায়, ‘অ্যাডিলেডেও একই স্কোয়াড থাকবে।’ দেড় বছর সেঞ্চুরি না পাওয়া লাবুশেনকে নিয়ে বলছেন, ‘ওর সেরা সময় আমরা দেখেছি। প্লেয়ারদের কেরিয়ারে ওঠা-নামা থাকেই। ও দ্রুতই ফর্মে ফিরবে। আমরা এ বিষয়ে আশাবাদী। ওর মতো প্লেয়ারকে প্রয়োজন।’

Next Article