কলকাতা: তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মিচেল স্টার্ককে ছাড়ার পর এক ভালো পেসারের খোঁজে ছিল। মেগা নিলামে অজি পেসার স্পেন্সার জনসনকে কিনেছে নাইটরা। আর তাতেই যেন সেই শূন্যস্থান পূরণ হয়েছে। আপাতত তেমনটাই বলছে কেকেআরের অনুরাগীরা। বাঁ হাতি পেসার স্পেন্সারের বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁকে টিমে নেওয়ার জন্য তার থেকে ৮০ লক্ষ টাকা বেশি গুনতে হয়েছে কেকেআরকে। এরপর থেকে ক্রিকেট মহলে বলাবলি হচ্ছে আইপিএল নিলামে (IPL Auction) পেসার দেখলেই কেকেআরের প্রেম জেগে ওঠে। সেই ২০০৮ সাল থেকে দেখলে একই ছবি নজরে পড়বে। এখানে খানিক বিশেষত্ব রয়েছে। কারণ কেকেআরের অতীত দেখলে নজরে পড়বে একাধিক অজি জোরে বোলার আইপিএলে বেগুনি-সোনালি জার্সিতে খেলেছেন।
এক ঝলকে দেখে নিন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে খেলা অস্ট্রেলিয়ার পেসারদের তালিকা —
উপরিল্লিখিত অজি তারকা পেসার ছাড়া কেকেআরের জার্সিতে আরও যে জোরে বোলাররা আইপিএলে খেলেছেন তাঁরা হলেন – শোয়েব আখতার, উমর গুল, শেন বন্ড, ট্রেন্ট বোল্ড, চার্ল কেনেথ ল্যাঞ্জেভেল্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে কলকাতার হয়ে অন্য দেশের এবং অজি পেসাররা ভালোই পারফর্ম করেছেন। এ বার দেখার সেই তালিকায় স্পেন্সার জনসন কতটা ছাপ ফেলতে পারেন।