IND VS AUS: সেই বিরাট কোহলিকে আর দেখিনি…’প্রথম’ অভিজ্ঞতা শোনালেন অজি তারকা

Border-Gavaskar Trophy: ভারতের বিরুদ্ধে গত দুই টেস্ট সিরিজেই হেরেছে অস্ট্রেলিয়া। এ বার ঘুরে দাঁড়াতে মরিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে দু-দলের কাছেই এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বিরাট কোহলিকে প্রথম দেখার অভিজ্ঞতা ভাগ করে নিলেন মার্নাস লাবুশেন।

IND VS AUS: সেই বিরাট কোহলিকে আর দেখিনি...'প্রথম' অভিজ্ঞতা শোনালেন অজি তারকা
Image Credit source: Michael Dodge/Getty Images
Follow Us:
| Updated on: Nov 05, 2024 | 9:02 PM

সে সময় সবে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমে জায়গা মজবুতের চেষ্টা করছেন। ক্রমশ সেই জায়গা তৈরিও করেছেন। মার্নাস লাবুশেন এখন অস্ট্রেলিয়া টেস্ট টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ভারতের বিরুদ্ধে পরিসংখ্যানও খুব ভালো। সামনেই বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়ার সাফল্য অনেকটাই নির্ভর করবে মার্নাস লাবুশেনের ব্যাটিংয়ের উপর। মূলত ব্যাটার হলেও প্রয়োজনে যেমন পার্টটাইম স্পিন করতে পারেন, তেমনই মিডিয়াম পেসও। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে গত দুই টেস্ট সিরিজেই হেরেছে অস্ট্রেলিয়া। এ বার ঘুরে দাঁড়াতে মরিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে দু-দলের কাছেই এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বিরাট কোহলিকে প্রথম দেখার অভিজ্ঞতা ভাগ করে নিলেন মার্নাস লাবুশেন।

বর্ডার-গাভাসকর ট্রফির ভারতে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে মার্নাস বলেন, ‘খেলার দিক থেকে বলতে পারি, বিরাটকে সম্ভবত আমি প্রথম বার দেখেছিলাম ২০১৮ সালের সিরিজে। সে সময় ও ভারতের ক্যাপ্টেন। মাঠে প্রচণ্ড এনার্জি, তাগিদ দেখা যেত। ওই সিরিজটা কোনও দিন ভুলব না। তেমনই ওই সিরিজে দেখা বিরাট কোহলিকেও। দু-দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই।’

এই খবরটিও পড়ুন

অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল ভারতের টেস্ট ইতিহাসে প্রথম সিরিজ জয়। মার্নাস অবশ্য একটি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন। ভারতের বিরুদ্ধে সব মিলিয়ে ১০ টি টেস্ট খেলেছেন মার্নাস। ৪৫.৫৮ গড়ে ৭৭৫ রান করেছেন। তিনটে হাফসেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি। বিরাট কোহলিকে নিয়ে আরও যোগ করেন, ‘তবে ২০১৮ সালের সিরিজে যে বিরাট কোহলিকে দেখেছিলাম, পরে আর তেমনটা দেখিনি। সেই ক্যাপ্টেন বিরাট কোহলি, মাঠে যে সব সময় লড়াইয়ে থাকে, আমার প্রথম স্মৃতিতে বিরাটের সেই ছবিটাই থাকবে।’