IND VS AUS: নজর কাড়লেন নবাগত নীতীশ; ১৫০ রানেই শেষ ভারত

Nov 22, 2024 | 1:06 PM

IND vs AUS 1st Test: লোকেশ রাহুল, ঋষভ পন্থ এবং লোয়ার অর্ডার নীতীশের ইনিংস না হলে ভারত হয়তো একশোর আশেপাশেও গুটিয়ে যেতে পারত ভারতের ইনিংস। টপ অর্ডার হতাশার মধ্যেই লোয়ার অর্ডারের পজিটিভ ব্যাটিংই প্রথম ইনিংসের প্রাপ্তি। এখন দায়িত্ব বুমরাদের বোলিংয়ে।

IND VS AUS: নজর কাড়লেন নবাগত নীতীশ; ১৫০ রানেই শেষ ভারত
Image Credit source: James Worsfold - CA/Cricket Australia via Getty Images

Follow Us

টপ অর্ডারের ব্যর্থতা, কিছুটা সামাল দিলেন লোয়ার অর্ডার। তাতেও অবশ্য ১৫০ রানেই অলআউট ভারত। এর মাঝে লোকেশ রাহুলের বিতর্কিত আউটের সিদ্ধান্তও রয়েছে। পারথে নজর কাড়লেন অভিষেক টেস্ট খেলতে নামা মিডিয়াম পেসার-অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। লোকেশ রাহুল, ঋষভ পন্থ এবং লোয়ার অর্ডার নীতীশের ইনিংস না হলে ভারত হয়তো একশোর আশেপাশেও গুটিয়ে যেতে পারত ভারতের ইনিংস। টপ অর্ডার হতাশার মধ্যেই লোয়ার অর্ডারের পজিটিভ ব্যাটিংই প্রথম ইনিংসের প্রাপ্তি। এখন দায়িত্ব বুমরাদের বোলিংয়ে।

দিনের শুরুতে বিরাট কোহলির থেকে ডেবিউ ক্যাপ পাওয়া। যে কোনও তরুণ ক্রিকেটারের কাছেই স্বপ্নের মুহূর্ত। সদ্য ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নীতীশ কুমার রেড্ডির। নজর কেড়েছেন। তবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট! একেবারেই সহজ নয়। ধৈর্যের পরীক্ষায় ফুল মার্কস পেলেন নীতীশ কুমার রেড্ডি।

এই খবরটিও পড়ুন

টপ অর্ডারের ব্যর্থতার পর ঋষভ পন্থের সঙ্গে ৪৮ রানের পার্টনারশিপ। ভারতকে ফের ম্যাচে ফেরায়। ঋষভ পন্থ আউট হতেই বড় রানের আশা শেষ। পন্থ ও নীতীশ জুটি আর কিছুটা সময় ক্রিজে থাকলে ২০০ প্লাস স্কোর হতেই পারত ভারতের। ক্যাপ্টেন বুমরার সঙ্গেও ১৬ রানের পার্টনারশিপ নীতীশের। ছোট এই পার্টনারশিপও বড় প্রভাব রাখে। সঙ্গীর অভাবে ভুগছিলেন শেষ দিকে। নিজে যতটা সম্ভব রান তোলার চেষ্টা করেন। ব্যক্তিগত ৪১ রানে কামিন্সের শিকার নীতীশ। তার সঙ্গে ভারতের ইনিংসও শেষ। ভারতের ইনিংসে সর্বাধিক স্কোর নীতীশেরই।

Next Article