বিরাট কোহলিকে যে কয়েকজন খুব কাছ থেকে চেনেন, তাঁদের মধ্যে অন্যতম রবি শাস্ত্রী। ভারতীয় দলে ডিরেক্টর, হেড কোচের দায়িত্ব পালন করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার টেস্ট সিরিজ জয়। ২০১৮-১৯ মরসুমের সেই সফরে শাস্ত্রী-কোহলি জুটি ছিলেন। বিরাট কোহলিকে নিয়ে বরাবরই ‘পজেসিভ’ রবি শাস্ত্রী। ভালো সময়ে সকলেই পাশে থাকেন, রবি শাস্ত্রীর সমর্থন খারাপ সময়েও পেয়েছেন বিরাট কোহলি। সামনেই বর্ডার-গাভাসকর ট্রফি। বিরাট কোহলির এটিই শেষ সিরিজ বলেই মনে করছেন অনেকে। তার নানা কারণও রয়েছে। যদিও রবি শাস্ত্রীর সতর্কবার্তা, ‘রাজা নিজের রাজত্বে ফিরেছে’।
ভারতীয় দল অস্ট্রেলিয়ার পৌঁছে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ওয়াকায় নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলছে। বিরাট কোহলি অল্প রান করলেও ছন্দে দেখিয়েছে। তাঁর কভার ড্রাইভ, ব্যাকফুট পাঞ্চ, পুল শট বুঝিয়ে দিচ্ছিল, বড় রান যেন সময়ের অপেক্ষা। ২২ নভেম্বর পারথে শুরু পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্টে ক্লিনসুইপ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে ভারতের কাছে এটি মরণ বাঁচন সিরিজ। এর জন্য বিরাটের রান পাওয়া জরুরি।
সাম্প্রতিক হতাশার পারফরম্যান্সের জেরে বিরাটকে নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। তবে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলি বরাবরই ভয়ঙ্কর। সেটাই মনে করিয়ে আইসিসি রিভিউতে প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, ‘সকলকে একটা কথাই বলতে পারি, রাজা তার নিজের রাজত্বে ফিরেছে।’
অস্ট্রেলিয়ার মাটিতে যে তিন ভারতীয় ডাবল সেঞ্চুরি করেছেন, তাঁর একজন রবি শাস্ত্রী। বিরাটকে নিয়ে আরও যোগ করেন, ‘দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ায় ভালো পারফর্ম করেছে। বিরাটকে নিয়ে ভয়টা অজি শিবিরেই। এই সমীহটা ও অর্জন করেছে।’