IND vs AUS: ‘দেশের জন্য গুলি…’, টিমের অন্দরের কথা ফাঁস করলেন নীতীশ রেড্ডি

India vs Australia, Nitish Reddy: প্রথম স্পেলে উইকেট নেন হর্ষিত রানাও। তাও আবার ট্রাভিস হেডের উইকেট! গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে ট্রাভিস হেডের কাছেই হতাশ হতে হয়েছিল ভারতীয় টিমকে। নার্ভাস নীতীশকে তাতিয়েছিল গৌতম গম্ভীরের কথা। কী বলেছিলেন কোচ?

IND vs AUS: 'দেশের জন্য গুলি...', টিমের অন্দরের কথা ফাঁস করলেন নীতীশ রেড্ডি
Image Credit source: X
Follow Us:
| Updated on: Nov 22, 2024 | 9:08 PM

একদিন আগেই জানতে পারেন টেস্ট অভিষেক হচ্ছে। পারথে ভারতীয় শিবিরে জোড়া টেস্ট ডেবিউ। নীতীশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানা। ডেবিউতে নজর কাড়লেন দু-জনেই। অভিষেক হওয়ার খবর জানতে পেরেই দুই বন্ধু একসঙ্গে খেতে বেরিয়ে যান। প্রি-সেলিব্রেশন! বলাই যায়। একসঙ্গে সাইক্লিংও করেন। পারথের প্রথম দিন নজরও কাড়লেন। প্রথমে ব্যাট করে ভারতীয় দল অলআউট মাত্র ১৫০ রানেই। ভারতীয় ইনিংসে সর্বাধিক স্কোর নীতীশ রেড্ডির। ৪১ রান করেন। তেমনই প্রথম স্পেলে উইকেট নেন হর্ষিত রানাও। তাও আবার ট্রাভিস হেডের উইকেট! গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে ট্রাভিস হেডের কাছেই হতাশ হতে হয়েছিল ভারতীয় টিমকে। নার্ভাস নীতীশকে তাতিয়েছিল গৌতম গম্ভীরের কথা। কী বলেছিলেন কোচ?

পারথে প্রথম দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলন করেন তরুণ অলরাউন্ডার নীতীশ রেড্ডি। তাঁর কাছে স্বপ্নের দিন। ডেবিউ ক্যাপ পেয়েছেন বিরাট কোহলির থেকে। যাঁকে দেখে ক্রিকেটে এগনোর তাগিদ, সেই বিরাট কোহলির থেকে ক্যাপ। নীতীশ বলেন, ‘দারুণ অনুভূতি। দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। বিরাট ভাই আমার কাছে আদর্শ। তাঁর কাছ থেকে ক্যাপ পাওয়া দুর্দান্ত মুহূর্ত।’

নার্ভাসনেস কাটানোর জন্য যে কোচ গৌতম গম্ভীরের পেপ টক অনেক কাজে দিয়েছে, খোলসা করলেন নীতীশ কুমার রেড্ডি। বলেন, ‘পারথের বিষয়ে অনেক শুনেছি। এখানকার বাউন্স নিয়েও। একটু স্নায়ুর চাপ ছিল। তবে মাথায় ঘুরছিল, ম্যাচের আগে শেষ প্র্যাক্টিসে গৌতম স্যারের কথা।’ নীতীশ যোগ করেন, ‘গৌতম স্যার বলেছিলেন-যখনই কোনও বাউন্সার আসবে, কাঁধে নিও, মনে করবে দেশের জন্য গুলি খাচ্ছ। তাঁর এই কথাগুলিই তাতিয়েছিল। তিনি যখন বলেছিলেন, আমিও প্রস্তুত ছিলাম দেশের জন্য গুলি খেতে।’