Sam Konstas vs Jasprit Bumrah: স্যাম কন্টাসকে ‘উড়ন্ত’ জবাব বুমরার, ১৯৯ নট আউট জসপ্রীত!

Dec 29, 2024 | 6:38 AM

India vs Australia Boxing Day Test: লেগ গালিতে যশস্বীকে রেখে বোলিং করছিলেন বুমরা। পরপর অফস্টাম্পের বাইরে বোলিং। হঠাৎই মিডল-লেগে ডেলিভারি। লেগ গালিতে যশস্বীর হাতে বল গেলেও এত দ্রুত হওয়ায় বল হাতে জমাতে পারেননি। মাত্র ২ রানে জীবন পান খোয়াজা।

Sam Konstas vs Jasprit Bumrah: স্যাম কন্টাসকে উড়ন্ত জবাব বুমরার, ১৯৯ নট আউট জসপ্রীত!
Image Credit source: Cricket Australia

Follow Us

টেস্ট ক্রিকেটে অভিষেক। তারুণ্যের জোশ। জসপ্রীত বুমরার মতো পেসারকে প্রথম স্পেলে দিশাহীন করেছিলেন। মেলবোর্নে নায়ক হয়ে উঠেছিলেন স্যাম কন্টাস। দ্বিতীয় ইনিংসেই তার জবাব দিলেন জসপ্রীত বুমরা। বুঝিয়ে দিলেন- তোমার সবে শুরু, আই অ্যাম দ্য বেস্ট। স্যাম কন্টাস যেমন মেলবোর্নের গ্যালারিকে তাতাচ্ছিলেন, বুমরাও গর্জন আনলেন গ্যালারিতে। সুপার সান ডে-র প্রথম ঘণ্টাতেই টানটান নাটক।

জসপ্রীত বুমরার সঙ্গে নতুন বলে জুটি জমছিল না মহম্মদ সিরাজের। প্রথম ইনিংসে অবশেষে দ্বিতীয় নতুন বলে বুমরার সঙ্গে আনা হয়েছিল আকাশ দীপকে। দ্বিতীয় ইনিংসে সেই পরিকল্পনাতেই এগল ভারত। দুই পেসারই জোরে হিট করছিলেন পিচে। মুভমেন্টও আদায় করে নিচ্ছিলেন। দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই চাপে পড়েছিল অজিরা। লেগ গালিতে যশস্বীকে রেখে বোলিং করছিলেন বুমরা। পরপর অফস্টাম্পের বাইরে বোলিং। হঠাৎই মিডল-লেগে ডেলিভারি। লেগ গালিতে যশস্বীর হাতে বল গেলেও এত দ্রুত হওয়ায় বল হাতে জমাতে পারেননি। মাত্র ২ রানে জীবন পান খোয়াজা।

এই খবরটিও পড়ুন

গ্রেট বোলাররা ভোলেন না। নিজেদের ভুলগুলো দ্রুত শুধরে নেন। বুমরা যে তিন ফরম্যাটেই সেরা। একটা স্পেল দিয়ে তাঁকে বিচার করতে বসেছিলেন অনেকেই। সকলে মজেছিলেন স্যাম কন্টাসের বিধ্বংসী ব্যাটিংয়ে। দ্বিতীয় ইনিংসেই বুমরা বুঝিয়ে দিলেন ‘তিনিই’ বেস্ট। অফস্টাম্পের সামান্য বাইরে বল হিট করে মিডল স্টাম্প উড়িয়ে দেন স্যাম কন্টাসের। কিছু বুঝেই উঠতে পারেননি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার নায়ক ফেরেন ১৮ বলে ৮ রানে।

টেস্ট ক্রিকেটে জসপ্রীত বুমরার ১৯৯তম শিকার স্যাম কন্টাস। মেলবোর্নের প্রথম স্পেলে ৬ ওভারে ৩৮ রান দিয়েছিলেন বুমরা। প্রথম ইনিংসে দিয়েছিলেন ৯৯ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটিই এক ইনিংসে সবচেয়ে বেশি রান বুমরার। দ্বিতীয় ইনিংসের প্রথম স্পেলে তাঁর বোলিং পরিসংখ্যান ৫-১-৯-১। যশস্বীর হাতে খোয়াজার ক্যাচ জমলে ৫-১-৯-২ হতেই পারত।

Next Article
IND vs AUS: আক্রমণ করেই লিয়ঁর শিকার নীতীশ, প্রথম ইনিংসে ১০৫ রানের লিডেই সন্তুষ্ট অজিরা
IND vs AUS, Kohli: লাঞ্চ ব্রেক; কোহলির ‘ক্যাপ্টেন্সি’তে প্রথম সেশনে প্রেসার কুকারে অস্ট্রেলিয়া