ম্যাচের প্রথম তিন দিন ছিল ২ ঘণ্টার প্রথম সেশন। তৃতীয় দিন মন্দ আলো ও বৃষ্টিতে অনেক ওভার নষ্ট হয়েছে। সে কারণেই এ দিন আধঘণ্টা আগে খেলা শুরু হয়। অর্থাৎ স্থানীয় সময় সকাল ১০টা থেকে। ভারতীয় সময় ভোর ৪.৩০। ভারতের ইনিংস শেষ হতেই অপেক্ষা শুরু হয় বুমরা বনাম কন্টাসের লড়াইয়ে। অভিষেক টেস্ট ইনিংসে বুমরাকে চাপে ফেলেছিলেন স্যাম। দ্বিতীয় ইনিংসেই বদলা। প্রথম সেশনে ভারত ঠিক কতগুলি উইকেট নিতে পারত, এটাই যেন আপশোস।
বিরাট কোহলিকে কি ফের ক্য়াপ্টেন করা হয়েছে? কমেন্ট্রি বক্সেও এই প্রশ্ন ঘোরাফেরা করছিল। বিরাট স্লিপে দাঁড়িয়ে লাগাতার পরামর্শ দিয়ে যান। ক্যাপ্টেন না হলেও লিডারশিপ টিমে যে রয়েছেন, সন্দেহ নেই। এ দিন যেন ক্যাপ্টেনের ভূমিকাতেও ফিরলেন। আত্মবিশ্বাসে পিছিয়ে থাকা ক্যাপ্টেন রোহিত শর্মাকে লাগাতার পরামর্শ দিয়ে গেলে। ফিল্ডিং সাজানো হোক কিংবা রিভিউের সিদ্ধান্ত, আউট সাইড মিস হলে কিংবা উইকেটের আবেদনে খুঁজে পাওয়া গেল সেই পুরনো বিরাট কোহলিকে।
জসপ্রীত বুমরা এবং আকাশ দীপের নতুন বল জুটির দুর্দান্ত পারফরম্যান্স। অজি ব্যাটাররা কোনওরকমে টিকে থাকার চেষ্টা করে গেলেন। একঝাঁক ডেলিভারি ব্যাটের পাশ দিয়ে বেরলো। বেশ কিছু ক্যাচ স্লিপ কর্ডনে ক্যারি করেনি। তবে প্রথম স্পেলেই স্যাম কন্টাসের মিডল স্টাম্প উড়িয়ে দেন। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে আরও একটা জ্যাক-ব্যাক। অফস্টাম্পের সামান্য বাইরে পড়ে ভেতরে ঢোকে। অনফিল্ড আম্পায়ার নট আউট দেন। রিভিউ নিলে আম্পায়ার্স কলে বেঁচে যান মার্নাস লাবুশেন।
পরের ওভারে উসমান খোয়াজাকে ক্লিন বোল্ড করেন মহম্মদ সিরাজ। এই ম্যাচে তাঁর প্রথম উইকেট। দ্বিতীয় ইনিংসে তাঁকে বোলিং ওপেন করানো হয়নি। প্রথম পরিবর্ত হিসেবে আক্রমণে সিরাজ। ছোট্ট ছোট্ট স্পেল করেন। খোয়াজা দীর্ঘ সময় ধরে আউট সাইড এজ থেকে রক্ষা পাচ্ছিলেন। কিন্তু কোনও এজ নয়, সরাসরি ক্লিন বোল্ড করেন। ৬৫ বলে মাত্র ২১ রানে ফেরেন খোয়াজা।
লাঞ্চের আগে শেষ ওভারে জাডেজাকে বোলিংয়ে আনা হয়। যে কোনও বিরতির আগে ফোকাস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই সুযোগটা নিতে চেয়েছিল ভারত। উইকেট না এলেও দুর্দান্ত বোলিং। প্রথম সেশনে ২৫ ওভার ব্যাটিংয়ের সুযোগ অস্ট্রেলিয়ার। ২ উইকেট হারিয়ে মাত্র ৫৩ রান। রান রেট মাত্র ২-এর একটু বেশি। প্রথম সেশনে অস্ট্রেলিয়াকে প্রেসার কুকারেই রাখলেন ভারতীয় পেসাররা। সব মিলিয়ে অস্ট্রেলিয়া ১৫৮ রানে এগিয়ে।