IND vs AUS, Mitchell Starc: হ্যাজলউড নেই, ফিটনেস সমস্যায় স্টার্কও! কী বলছেন বাঁ হাতি পেসার?

Dec 29, 2024 | 7:43 AM

India vs Australia Boxing Day Test: সিরিজেই আর পাওয়া যাবে না জশ হ্যাজলউডকে। মিচেল স্টার্কেরও কি একই পরিস্থিতি? ভারতের জসপ্রীত বুমরার মতো অজি টিমের প্রধান পেসার মিচেল স্টার্কই। তাঁকে নিয়ে হঠাৎই সংশয়। এর কারণও রয়েছে...।

IND vs AUS, Mitchell Starc: হ্যাজলউড নেই, ফিটনেস সমস্যায় স্টার্কও! কী বলছেন বাঁ হাতি পেসার?
Image Credit source: Getty Images/Via Cricket Australia

Follow Us

চোটের জন্য অ্যাডিলেড টেস্টে ছিলেন না জশ হ্যাজলউড। পরিবর্তে খেলানো হয়েছিল স্কট বোল্যান্ডকে। ব্রিসবেনে ফিট হয়ে ফিরেছিলেন জশ। তবে ফেরাটা দীর্ঘস্থায়ী হয়নি। ফের চোট। যে কারণে বক্সিং ডে টেস্ট থেকেই শুধু নয়, এই সিরিজেই আর পাওয়া যাবে না জশ হ্যাজলউডকে। মিচেল স্টার্কেরও কি একই পরিস্থিতি? ভারতের জসপ্রীত বুমরার মতো অজি টিমের প্রধান পেসার মিচেল স্টার্কই। তাঁকে নিয়ে হঠাৎই সংশয়। এর কারণও রয়েছে…।

মেলবোর্নে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৫ ওভার বোলিং করেছেন মিচেল স্টার্ক। মাত্র ২টি মেডেন। ৮৬ রান দিয়েছেন। উইকেট নেই ঝুলিতে। তৃতীয় দিনের শেষেই তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠে যায়। তিনি আদৌ কতটা ফিট রয়েছেন, আলোচনা শুরু অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমে। চতুর্থ দিনের খেলা শুরুর আগে বোলিং ড্রিলও সারেন স্টার্ক। দ্বিতীয় ইনিংসে কতটা লোড নিতে পারবেন! দিনের খেলা শুরুর আগে বোলিং প্র্যাক্টিস করলেও ম্যাচে এ দিন আর বল করতে হয়নি। দিনের শেষ দিকে অস্ট্রেলিয়া ডিক্লেয়ার করলে কিংবা অলআউট হলে স্টার্ককে ফুল ফিট পাওয়া যাবে তো?

এই খবরটিও পড়ুন

বোলিং ওয়ার্ম আপের মাঝে অস্ট্রেলিয়ার SEN ক্রিকেটে ফিটনেস নিয়ে কথা বলেন স্টার্ক। তিনি অবশ্য বলছেন, ‘সব ঠিক আছে।’ সঙ্গে যোগ করেন, ‘বলের গতি কমেনি। সুতরাং, বলতেই পারি আমি ফিট আছি। বোলিংয়ের জন্য প্রস্তুত।’ তবে তৃতীয় দিনের শেষে চোট যে লেগেছে এবং তা তাঁকে অস্বস্তিতে রেখেছে, স্বীকার করে নিয়েছেন মিচেল স্টার্ক। চোট নিয়ে বোলিং করা যে কী কষ্টকর সেই প্রসঙ্গে যোগ করেন, ‘সত্যি বলতে, এটা বোঝানো সম্ভব নয়। একমাত্র যে এই পরিস্থিতিতে বোলিং করে, সেই বুঝতে পারবে।’

Next Article
IND vs AUS, Kohli: লাঞ্চ ব্রেক; কোহলির ‘ক্যাপ্টেন্সি’তে প্রথম সেশনে প্রেসার কুকারে অস্ট্রেলিয়া
Jasprit Bumrah: বুমরা এলেন, হেড মাথা নত করলেন; টানা তিনে ডাবল সেঞ্চুরি পার জসপ্রীতের